মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫

মিস ওয়ার্ল্ডে অভিনব রিকশা গাউনে নজর কাড়লেন বাংলাদেশের আকলিমা

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : মে ১১, ২০২৫, ০৩:৫২ পিএম

মিস ওয়ার্ল্ড-এর উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিযোগী আকলিমা আতিকা কনিকা নজর কেড়েছেন হুডসহ সত্যিকারের রিকশা ম্যাটেরিয়াল দিয়ে তৈরি অভিনব রিকশা গাউনে। এটি ডিজাইন করেছেন রাইসা আমিন শৈলী।মিস ওয়ার্ল্ড

মিস ওয়ার্ল্ডে অভিনব রিকশা গাউনে নজর কাড়লেন বাংলাদেশের আকলিমা

বাংলাদেশের মিস ওয়ার্ল্ড প্রতিযোগী আকলিমা আতিকা কনিকা উদ্বোধনী অনুষ্ঠানে এক অভিনব রিকশা গাউন পরিধান করে মঞ্চে উপস্থিত হয়ে সবার নজর কেড়েছেন। এই গাউনটি ডিজাইন করেছেন তরুণ ফ্যাশন ডিজাইনার রাইসা আমিন শৈলী, যিনি বাংলাদেশের শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ফ্যাশন শিক্ষার্থী। গাউনটি তৈরি হয়েছে রিকশার ম্যাটেরিয়াল দিয়ে, এবং এর সাথে রয়েছে একটি হুড, যা গাউনটির বৈশিষ্ট্য আরও দৃঢ়ভাবে প্রকাশ করে। এটি একটি বোল্ড এবং চোখধাঁধানো আউটফিট, যা মিস ওয়ার্ল্ডের মতো বিশ্বসুন্দরী প্রতিযোগিতার মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্বকে অনন্য এক পরিচিতি দিয়েছে।

আকলিমা আতিকা কনিকা, যিনি এর আগে দক্ষিণ কোরিয়ায় ফেস অফ এশিয়া ২০২৪ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন, মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায়ও তার অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস দিয়ে সবার প্রশংসা অর্জন করেছেন। তার উপস্থিতি এবং উপস্থাপনা আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিচ্ছবি হিসেবে তুলে ধরছে। আকলিমার প্রতি সমর্থন ও তার কার্যক্রম নিয়ে বাংলাদেশি ফ্যাশন অঙ্গনের প্রভাবশালী উদ্যোক্তা এবং মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৫ এর লাইসেন্সধারী আজরা মাহমুদ বলেন, “আকলিমা মেধা, সৌন্দর্য এবং পরিশ্রমের একটি দৃষ্টান্ত। সে আমাদের এবং বাংলাদেশের জন্য গর্বের বিষয় হয়ে উঠবে।”

রাইসা আমিন শৈলী তার ডিজাইনটি নিয়ে বেশ উচ্ছ্বসিত, বিশেষত এই গাউনটির জন্য তার মা তাকে সহায়তা করেছেন, যা তাকে আরো অনুপ্রাণিত করেছে। রাইসা জানিয়েছেন, তার ডিজাইনের অনুপ্রেরণা তিনি পেয়েছিলেন ২০২৪ সালের আগস্ট মাসে ধানমন্ডির রিকশা ভিড় থেকে, যেখানে রিকশার পিছনে লেখা ‘মা-বাবার দোয়া’ তাকে প্রভাবিত করেছে। তিনি মনে করেন, মা-বাবার দোয়া যেমন সন্তানদেরকে সাহস দেয়, তেমনি তার ডিজাইনেও এই প্রেরণা রয়েছে।

এবার মিস ওয়ার্ল্ডের ৭২তম আসরে আকলিমা এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন তার রিকশা গাউন এবং অভিনব উপস্থাপনার মাধ্যমে। তার সৌন্দর্য, আত্মবিশ্বাস এবং দেশের প্রতি ভালোবাসা তাকে আন্তর্জাতিক অঙ্গনে এক অনন্য পরিচিতি দিয়েছে, যা বাংলাদেশের সৌন্দর্য প্রতিযোগিতায় নতুন এক মাইলফলক হয়ে থাকবে।

Link copied!