প্রকাশিত: : নভেম্বর ১২, ২০২৫, ১১:২১ এএম
ব্রাজিলের বেলেমে জাতিসংঘের জলবায়ু শীর্ষ সম্মেলন কপ৩০-এ বন রক্ষার দাবিতে আদিবাসী ও জলবায়ু কর্মীদের বিক্ষোভে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন নিরাপত্তারক্ষী আহত হন।
ব্রাজিলের আমাজন অঞ্চলের শহর বেলেমে চলমান জাতিসংঘের জলবায়ু শীর্ষ সম্মেলন কপ৩০-এর ভেন্যুতে মঙ্গলবার জলবায়ু কর্মী ও আদিবাসীদের একটি দল জোর করে প্রবেশ করতে গেলে নিরাপত্তারক্ষীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এই ঘটনায় কয়েকজন নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। বন রক্ষার দাবিতে জলবায়ু কর্মী ও আদিবাসীদের দলটি স্লোগান দেয়— ‘টাকা আমাদের খাবার নয়’, ‘আমাদের জমি বিক্রির জন্য নয়’। খবর রয়টার্স।
মঙ্গলবার শতাধিক আদিবাসী বিক্ষোভকারী জলবায়ু সম্মেলনের স্থান লক্ষ্য করে একটি মিছিল বের করে। মিছিলকারীরা জাতিসংঘের কম্পাউন্ডে প্রবেশ করার চেষ্টা করে, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার প্রতিনিধিরা জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনায় অংশ নিচ্ছেন।
বিক্ষোভকারীরা ক্ষোভ প্রকাশ করে জলবায়ু সংক্রান্ত জরুরি পদক্ষেপ এবং বনের সুরক্ষা দাবি করে স্লোগান দেয়। তাদের হাতে ছিল জমি ও ভূমি অধিকারের দাবিতে লেখা প্ল্যাকার্ড। ব্রাজিলের টাপাজোস নদীর নিম্ন অববাহিকার স্থানীয় নেতা গিলমার বলেন, ‘আমরা টাকা খেতে পারি না। আমরা আমাদের জমিকে কৃষি ব্যবসা, তেল অনুসন্ধান, অবৈধ খনি শ্রমিক এবং অবৈধ কাঠ পাচারকারীদের থেকে মুক্ত দেখতে চাই।‘
বিক্ষোভকারীরা জোর করে মূল ফটকে প্রবেশ করতে গেলে নিরাপত্তারক্ষীদের সঙ্গে তাদের ধস্তাধস্তি শুরু হয়। নিরাপত্তারক্ষীরা বিক্ষোভকারীদের প্রতিহত করতে টেবিল ব্যবহার করে প্রবেশপথ ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেয়।
রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী জানান, সংঘর্ষের সময় একজন নিরাপত্তারক্ষীকে পেটে হাত চেপে ধরে হুইলচেয়ারে করে সরিয়ে নিয়ে যেতে দেখা যায়। আরেকজন নিরাপত্তারক্ষীর চোখের উপরে ছিল আঘাতের চিহ্ন। তিনি জানান, ভিড় থেকে ছুঁড়ে মারা একটি ভারী ড্রামস্টিকের আঘাতে তিনি আহত হয়েছেন। নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি লম্বা, ভারী লাঠিও বাজেয়াপ্ত করেছে।
কিছুক্ষণের মধ্যেই বিক্ষোভকারীরা এলাকা ছেড়ে চলে যায়। পরে নিরাপত্তারক্ষীরা প্রতিনিধিদের ভেন্যু থেকে বের হওয়ার অনুমতি দেয়।
সংঘর্ষের পর জাতিসংঘের এক মুখপাত্র এক বিবৃতিতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মুখপাত্র বলেন, ‘আজ সন্ধ্যার দিকে, একদল বিক্ষোভকারী কপ-এর প্রধান প্রবেশদ্বারে নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ফেলে। যার ফলে দুই নিরাপত্তা কর্মীর সামান্য আঘাত লাগে এবং ভেন্যুর সামান্য ক্ষতি হয়।‘
তিনি আরো জানান, ব্রাজিলীয় এবং জাতিসংঘ নিরাপত্তা কর্মীরা প্রতিষ্ঠিত প্রোটোকল অনুসরণ করে ভেন্যুটি সুরক্ষিত করেছেন। ব্রাজিলীয় এবং জাতিসংঘ কর্তৃপক্ষ ঘটনাটির তদন্ত করছে। বর্তমানে ভেন্যুটি সম্পূর্ণরূপে সুরক্ষিত আছে এবং কপ-এর আলোচনাও চলছে।
উল্লেখ্য, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এ বছরের কপ৩০ সম্মেলনে আদিবাসী সম্প্রদায়কে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে তুলে ধরেছেন। এর আগে, চলতি সপ্তাহে আদিবাসীদের নেতারা নৌকাযোগে এসে আলোচনায় অংশ নিয়েছিলেন এবং বন ব্যবস্থাপনায় তাদের আরো বেশি অংশগ্রহণের দাবি জানিয়েছেন। প্রখ্যাত আদিবাসী নেতা রাওনি মেটুকটিরে (চিফ রাওনি) সম্প্রতি ব্রাজিলকে আমাজন সংরক্ষণের জন্য আদিবাসীদের আরো ক্ষমতা দেয়ার আহ্বান জানিয়েছেন।