বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫

ইলন মাস্ককে দেশছাড়া করার হুমকি দিলেন ট্রাম্প

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : জুলাই ৩, ২০২৫, ১২:০০ এএম

ইলন মাস্ককে দেশছাড়া করার হুমকি দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ট্যাক্স ও বাজেট বিল নিয়ে দ্বন্দ্ব চরমে উঠেছে ইলন মাস্ক ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে। এর মধ্যেই মাস্ককে তার জন্মভূমি দক্ষিণ আফ্রিকায় ফেরত পাঠানোর ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

মার্কিন নাগরিক হলেও মাস্কের জন্ম দক্ষিণ আফ্রিকায়। পরে তিনি কানাডা হয়ে যুক্তরাষ্ট্রে এসে নাগরিকত্ব লাভ করেন।

গত ১ জুলাই সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়, মাস্ককে কি তার জন্মভূমিতে ফেরত পাঠানো হবে? জবাবে ট্রাম্প বলেন, "আমরা বিষয়টি দেখব। আমাদের ইলনের ওপর ডিওজিই প্রয়োগ করতে হবে। জানেন ডিওজিই কী? এটি সেই দানব, যা ফিরে গিয়ে ইলনকে খাবে। ভয়ানক না?"

ট্রাম্প আরও দাবি করেন, ইলন মাস্কের মালিকানাধীন কোম্পানিগুলো দীর্ঘদিন ধরেই সরকার থেকে বিপুল ভর্তুকি নিচ্ছে।

উল্লেখ্য, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প "ডিওজিই" নামে একটি নতুন দপ্তর চালু করেন, যার উদ্দেশ্য ছিল সরকারি ব্যয় হ্রাস। এই দপ্তরের প্রথম প্রধান হিসেবে নিয়োগ পেয়েছিলেন ইলন মাস্ক, কিন্তু কিছুদিন পর তিনি পদত্যাগ করেন। এরপর থেকেই বাজেট ও ট্যাক্স সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে ট্রাম্প প্রশাসনের সমালোচনা শুরু করেন মাস্ক, যা প্রকাশ্য বিরোধে রূপ নেয়।

১ জুলাই ট্রাম্প হুঁশিয়ারি দেন, ইলনের কোম্পানিগুলোর ভর্তুকি বন্ধ করে দেওয়া হতে পারে। এর প্রতিক্রিয়ায় মাস্ক বলেন, "সরকার চাইলে সব ভর্তুকিই বন্ধ করে দিক।"

বিরোধ আরও বাড়ে যখন মাস্ক হুমকি দেন, রিপাবলিকান পার্টির যেসব সদস্য ট্রাম্পের বাজেট বিল সমর্থন করবেন, তাদের বিরুদ্ধে মিডটার্ম নির্বাচনে কাজ করবেন তিনি।

এরপর ট্রাম্প সামাজিকমাধ্যম ট্রুথ-এ একটি পোস্টে লেখেন, “ইতিহাসে সবচেয়ে বেশি ভর্তুকি পাওয়া ব্যক্তি সম্ভবত ইলন মাস্ক। ভর্তুকি ছাড়া হয়তো তাকে তার সব ব্যবসা বন্ধ করে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হবে।”

তিনি আরও লেখেন, “আর কোনো রকেট উৎক্ষেপণ হবে না, কোনো বৈদ্যুতিক গাড়ি উৎপাদন হবে না। আমাদের দেশ বিপুল অর্থ সাশ্রয় করতে পারবে। ডিওজিই-র উচিত এই বিষয়টি কঠোরভাবে দেখা।”

Link copied!