মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫

যুক্তরাষ্ট্রকে ‘চিরস্থায়ী ফল’ ভোগ করতে হবে : হুঁশিয়ারি দিল ইরান

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : জুন ২২, ২০২৫, ০৩:৪৮ পিএম

যুক্তরাষ্ট্রকে ‘চিরস্থায়ী ফল’ ভোগ করতে হবে : হুঁশিয়ারি দিল ইরান

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়ে এর "চিরস্থায়ী পরিণতি" হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি এই হামলাকে “ভয়াবহ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন” হিসেবে বর্ণনা করেছেন।

এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বার্তায় আরাগচি বলেন, “আজ সকালের এই হামলা শুধু চরম নিন্দনীয়ই নয়, বরং এর চিরস্থায়ী ফলাফল হবে। ইরান তার সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ এবং জনগণের সুরক্ষায় সব ধরনের বিকল্প উন্মুক্ত রাখছে।”

তিনি যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করে বলেন, “জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হয়েও যুক্তরাষ্ট্র জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন এবং পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (NPT) লঙ্ঘন করেছে। এই হামলা ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনার ওপর সরাসরি আঘাত।”

ইরান বহুদিন ধরেই পারমাণবিক কর্মসূচিকে জাতীয় গর্ব ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবে উপস্থাপন করে আসছে। তাদের দাবি, এই কর্মসূচির একমাত্র উদ্দেশ্য শান্তিপূর্ণভাবে জ্বালানি উৎপাদন।

তবে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (IAEA) জানিয়েছে, ইরানের কাছে এমন মাত্রায় ইউরেনিয়াম মজুদ রয়েছে, যা সাধারণত শুধু পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহৃত হয়। এ কারণেই আন্তর্জাতিক মহলে সন্দেহ রয়েছে যে, ইরান হয়তো তার প্রকৃত উদ্দেশ্য গোপন করছে।

Link copied!