মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫

ইরানে আক্রমণ করে নিজেকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : জুন ২২, ২০২৫, ০১:৫৯ পিএম

ইরানে আক্রমণ করে নিজেকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

ছবি: এআই জেনারেটেড

ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালিয়ে নিজেকে প্রকাশ্যে ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি ইরানের যেকোনো প্রতিশোধমূলক পদক্ষেপের জবাবে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‍‍`ট্রুথ সোশ্যাল‍‍`-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, “ইরান যদি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো প্রতিশোধমূলক কর্মকাণ্ড চালায়, তবে আজ রাতে যা হয়েছে, তার চেয়েও বেশি শক্তি প্রয়োগ করা হবে।” পোস্টের শেষে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নিজের নাম উল্লেখ করে লেখেন, “ধন্যবাদ! ডোনাল্ড জে. ট্রাম্প, প্রেসিডেন্ট অব দ্য ইউনাইটেড স্টেটস।”

এর আগে হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ইরানে হামলাকে "অসাধারণ সামরিক সাফল্য" বলে অভিহিত করেন ট্রাম্প। স্থানীয় সময় শনিবার রাত ১০টায় দেওয়া এই ভাষণে তিনি বলেন, “হয় শান্তির পথে আসবে ইরান, নয়তো এর পরিণতি হবে আরও ভয়াবহ।”

তিনি আরও বলেন, “আমাদের এখনও অনেক লক্ষ্যবস্তু রয়েছে। আজ রাতটি ছিল সবচেয়ে কঠিন এবং সম্ভবত সবচেয়ে মারাত্মক। যদি শান্তি না আসে, তাহলে আমরা আরও নিখুঁত, দ্রুত ও দক্ষতার সঙ্গে পরবর্তী পদক্ষেপে যাব।”

ট্রাম্প দাবি করেন, এই হামলার মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা এবং সন্ত্রাসে মদদদাতা হিসেবে পরিচিত দেশটিকে থামানো।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের এই হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় কড়া বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। নিজের টেলিগ্রাম অ্যাকাউন্টে তিনি এক বিবৃতিতে বলেন, “যদি যুক্তরাষ্ট্র ইরান-ইসরায়েল সংঘাতে জড়িয়ে পড়ে, তবে তা হবে তাদের জন্য ভয়াবহ ক্ষতির কারণ।”

Link copied!