প্রকাশিত: : জুন ২১, ২০২৫, ০২:১০ পিএম
গাজা, কঙ্গো, হাইতি থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন সংঘাতপ্রবণ অঞ্চলে চলতি বছরে শিশুদের ওপর সহিংসতা চরম পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে জাতিসংঘ। ১৯ জুন প্রকাশিত সংস্থাটির এক বার্ষিক প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে শিশুদের বিরুদ্ধে সংঘটিত সহিংসতার ঘটনা গত তিন দশকের মধ্যে সর্বোচ্চ।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের দফতর থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে শিশুদের ওপর ৪১ হাজার ৩৭০টি গুরুতর সহিংসতার ঘটনা নথিভুক্ত হয়েছে, যার মধ্যে ৩৬ হাজার ২২১টি ঘটেছে ২০২৪ সালেই। বাকি ঘটনাগুলো ২০২৩ সালের হলেও সেগুলোর যাচাই-বাছাই হয়েছে এই বছর।
২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে শিশুদের ওপর সহিংসতার হার বেড়েছে ২৫ শতাংশ, যা ২১ শতাংশ বৃদ্ধির পূর্ববর্তী রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, এ বছর সশস্ত্র সংঘাতে ৪,৫০০’র বেশি শিশু নিহত এবং অন্তত ৭,০০০ জন আহত হয়েছে। আরও উদ্বেগজনক তথ্য হলো—২২,৪৯৫ শিশু একাধিকবার সহিংসতার শিকার হয়েছে।
জাতিসংঘের শিশু ও সশস্ত্র সংঘাত বিষয়ক বিশেষ প্রতিনিধি ভার্জিনিয়া গাম্বা বলেন, “এই শিশুদের এখন স্কুলে থাকার কথা, মাঠে খেলার কথা। কিন্তু তারা শিখছে কীভাবে বোমা ও গুলির মাঝেও টিকে থাকতে হয়। এই শিশুদের আর্তনাদ আমাদের রাতের ঘুম কেড়ে নেওয়ার মতো।”
তিনি সতর্ক করে বলেন, “এটি আমাদের জন্য সংকেত—আমরা এখন সংকটের চূড়ান্ত প্রান্তে দাঁড়িয়ে আছি।”
জাতিসংঘ প্রতিবছর ২০টি সংঘাতপূর্ণ অঞ্চলে ১৮ বছরের কম বয়সী শিশুদের ওপর সংঘটিত সহিংসতার একটি তালিকা প্রকাশ করে। সেই তালিকার পরিশিষ্টে থাকে তথাকথিত ‘লজ্জার তালিকা’, যেখানে নির্দিষ্ট রাষ্ট্র বা সশস্ত্র গোষ্ঠীগুলোর নাম উল্লেখ করা হয় যারা শিশুদের ওপর সহিংসতার জন্য দায়ী।
এ বছর সেই তালিকায় নতুন করে যুক্ত হয়েছে হাইতির একটি সশস্ত্র গ্যাং জোট, যারা শিশু হত্যা, অঙ্গহানি, অপহরণ, যৌন সহিংসতা এবং মানবিক সহায়তা থেকে বঞ্চিত করার মতো গুরুতর অপরাধে জড়িত। এ ছাড়া এবারও তালিকায় স্থান পেয়েছে ইসরায়েলি সশস্ত্র বাহিনী এবং ফিলিস্তিনের সংগঠন হামাস।