মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫

ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দিতে পাকিস্তানের সুপারিশ

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : জুন ২১, ২০২৫, ০১:১৫ পিএম

ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দিতে পাকিস্তানের সুপারিশ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম আনুষ্ঠানিকভাবে প্রস্তাব করেছে পাকিস্তান। সাম্প্রতিক ভারত-পাকিস্তান সীমান্ত সংঘাতের সময় তার কূটনৈতিক ভূমিকা এবং নেতৃত্বের জন্যই এ সুপারিশ বলে জানিয়েছে ইসলামাবাদ।

শনিবার (২১ জুন) এক্স-এ দেওয়া এক বিবৃতিতে পাকিস্তান সরকার জানায়, “সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংকটে প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তমূলক কূটনৈতিক হস্তক্ষেপ এবং নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার প্রচেষ্টায় দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সম্ভাব্য একটি বৃহৎ যুদ্ধ এড়ানো সম্ভব হয়েছে।”

বিবৃতিতে আরও বলা হয়, “সংকটের এক জটিল মুহূর্তে নয়াদিল্লি ও ইসলামাবাদের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হয়ে প্রেসিডেন্ট ট্রাম্প তার কৌশলগত দূরদর্শিতা এবং রাষ্ট্রনায়কসুলভ নেতৃত্বের প্রমাণ দিয়েছেন। তার মধ্যস্থতায় কার্যকর হয় যুদ্ধবিরতি, যা ভয়াবহ সংঘাত এড়াতে সহায়তা করে।”

ট্রাম্পের এই ভূমিকাকে ‘প্রকৃত শান্তিপ্রিয়’ নেতার প্রতিফলন হিসেবে উল্লেখ করে পাকিস্তান জানায়, “সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংঘাত নিরসনের প্রতি তার অঙ্গীকার দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ বার্তা দেয়।”

সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছিলেন, “পাক-ভারত যুদ্ধ থামানোর জন্য আমার নোবেল পাওয়া উচিত। আমার এটা চার-পাঁচবার পাওয়া উচিত ছিল। কিন্তু ওরা এটা কেবল উদারপন্থিদেরই দেয়।”

ট্রাম্পের এই মন্তব্যের কয়েক দিনের মধ্যেই পাকিস্তান থেকে আনুষ্ঠানিকভাবে তার নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য সুপারিশ করা হলো।

Link copied!