শুক্রবার, ১৬ মে, ২০২৫

পাকিস্তানের রাজনীতিতে নতুন মোড়; শেহবাজের সঙ্গে আলোচনার প্রস্তাবে রাজি ইমরান খান

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : মে ১৫, ২০২৫, ০৭:৫১ পিএম

পাকিস্তানের রাজনীতিতে নতুন মোড়; শেহবাজের সঙ্গে আলোচনার প্রস্তাবে রাজি ইমরান খান

পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত মিলেছে, যেখানে সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ) দলের প্রতিষ্ঠাতা ইমরান খান কারাগারে থেকেও বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে আলোচনায় সম্মতি জানিয়েছেন। জিও টিভির এক প্রতিবেদনে বলা হয়, পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান সম্প্রতি আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করে তার সম্মতি নেন।

তবে ইমরান খান শর্ত দিয়েছেন, আলোচনাটি যেন টেলিভিশনের ক্যামেরার সামনে নয়, বরং আড়ালে ও কার্যকরভাবে পরিচালিত হয়। পিটিআই’র পক্ষ থেকে বলা হয়েছে, গণমাধ্যমের অতিরিক্ত নজরদারির কারণে অতীতে আলোচনার উদ্যোগ ব্যর্থ হয়েছে, তাই এবার তারা গোপন ও নিবিড় আলোচনার পথে অগ্রসর হতে চায়।

ব্যারিস্টার গওহর এও নিশ্চিত করেছেন যে প্রধানমন্ত্রী শেহবাজের প্রস্তাব তিনি ইমরান খানের কাছে পৌঁছে দিয়েছেন। তবে কী আলোচনা হয়েছে বা ইমরান খান কী সিদ্ধান্ত নিয়েছেন-সেই বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হননি।

এই সংলাপের প্রস্তাব আসে শেহবাজ শরিফের জাতীয় পরিষদে দেওয়া সাম্প্রতিক ভাষণের পর, যেখানে তিনি জাতীয় ঐক্যের স্বার্থে পিটিআইকে সংলাপে আহ্বান জানান। পিটিআই শুরুতে শর্তসাপেক্ষে প্রস্তাবটিকে স্বাগত জানালেও জানিয়ে দেয়, ইমরান খানের সম্মতি ছাড়া কোনো আলোচনার প্রক্রিয়া এগোবে না।

দলের অভ্যন্তরীণ সূত্রের দাবি, ইমরান খান চান আলোচনায় সেনাবাহিনীর সমর্থন ও উপস্থিতি থাকুক। এমনকি প্রয়োজনে তিনি একটি সামরিক প্রতিনিধির সঙ্গেও সাক্ষাৎ করতে আগ্রহী বলে জানা গেছে।

ভারতের সঙ্গে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার পর পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই এই সংলাপ প্রক্রিয়া বাস্তবায়িত হলে তা রাজনৈতিক সমঝোতার একটি নতুন দিগন্ত উন্মোচন করতে পারে—যদিও ফল কতটা বাস্তবায়নযোগ্য হবে, তা এখনো অনিশ্চিত।

Link copied!