প্রকাশিত: : এপ্রিল ৩০, ২০২৫, ০৫:২৪ পিএম
ভারতের সপ্তম শ্রেণির সমাজবিজ্ঞান বই থেকে বাদ দেওয়া হয়েছে দিল্লির মোগল ও সুলতানি শাসনামলের ইতিহাস। এর পরিবর্তে নতুন বইয়ে গুরুত্ব পেয়েছে মগধ, মৌর্য ও শুঙ্গ সাম্রাজ্যসহ প্রাচীন ভারতীয় শাসকদের ইতিহাস। এই পরিবর্তন এনেছে ভারতের ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশন অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি), যারা চলতি বছর থেকে প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠ্যপুস্তকে বড় ধরনের সংস্কার শুরু করেছে।
নতুন শিক্ষানীতির আলোকে গঠিত এই বইগুলোতে ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির ওপর আলাদা গুরুত্ব দেওয়া হয়েছে। এনসিইআরটির তৈরি বইগুলো দেশজুড়ে কেন্দ্রীয় বোর্ডের অধীন স্কুলগুলোতে পড়ানো হয়, ফলে এই পরিবর্তনের প্রভাব পড়বে লক্ষ লক্ষ শিক্ষার্থীর ওপর।
সংবাদমাধ্যম জানায়, সপ্তম শ্রেণির আগের বইয়ে মোগল আমল ও সুলতানি শাসনের ওপর দুটি আলাদা পরিচ্ছদ ছিল। সেখানে পড়ানো হতো মুহাম্মদ বিন তুঘলক, ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি, মামলুক ও ইব্রাহিম লোদির ইতিহাস। নতুন পাঠ্যক্রমে এসব পুরোপুরি বাদ দেওয়া হয়েছে।
তার পরিবর্তে নতুন বইয়ে জায়গা পেয়েছে প্রাচীন মগধ, মৌর্য ও শুঙ্গ রাজবংশ, ২০২৫ সালের প্রয়াগরাজের কুম্ভমেলা, ‘মেক ইন ইন্ডিয়া’, ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ কর্মসূচি এবং অটল টানেল প্রকল্প। পাশাপাশি বইয়ে ঠাঁই পেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর ও প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম।
গত কয়েক বছরে এনসিইআরটির পাঠ্যক্রমে একাধিক বিতর্কিত পরিবর্তন এসেছে—কোনো শ্রেণিতে মোগল ইতিহাস বাদ, কোথাও ডারউইনের বিবর্তনবাদ বা নারী আন্দোলনের ইতিহাস সরিয়ে ফেলা হয়েছে, যা নিয়ে শিক্ষাবিদ ও রাজনৈতিক মহলে আলোচনা অব্যাহত রয়েছে।