রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের বলিউডে অভিষেক হচ্ছে

টিএনসি রিপোর্ট

প্রকাশিত: : মার্চ ১৬, ২০২৫, ০৫:৪৪ পিএম

২০২৫ সালের জুনেই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে।

পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের বলিউডে অভিষেক হচ্ছে

ছবি: হানিয়া আমির

পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। নিজ দেশসহ গোটা উপমহাদেশেই এ অভিনেত্রীর কোটি কোটি ভক্ত রয়েছে। এবার বলিউডে অভিষেক করতে যাচ্ছেন পাকিস্তানের জনপ্রিয় এই তারকা অভিনেত্রী। জানা গেছে, চলতি বছরেই বলিউড সিনেমায় অভিষেক হবে তার।

ছবিটির নাম ‘সরদার জি ৩’। ইতোমধ্যে পাঞ্জাবি এ সিনেমাটির শুটিংও শুরু হয়েছে। হানিয়া আমিরকে এই ছবিতে ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী দিলজিৎ এর বিপরীতে দেখা যাবে। এছাড়া পাঞ্জাবি তারকা নিরু বাজওয়াও ছবিটিতে অভিনয় করবেন।

ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমার শুটিংয়ের বেশ কিছু ভিডিও এবং স্থিরচিত্র ছড়িয়ে পড়েছে। যা হানিয়া ভক্তদের মাঝেও ছবিটি নিয়ে আগ্রহের জন্ম দিয়েছে। তবে এখন পর্যন্ত ছবির গল্প আসলে কি নিয়ে সেটা জানা যায়নি।

‘সরদার জি ৩’ সিনেমার নায়ক দিলজিৎ ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, ২০২৫ সালের জুনেই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে। তবে বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোন ঘোষণা দেয়া হয়নি। 

Link copied!