বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

আগামী বছরের মার্চে ফিরছে বিটিএস

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : জুন ২৪, ২০২৫, ০৫:১২ পিএম

আগামী বছরের মার্চে ফিরছে বিটিএস

বিশ্বজুড়ে খ্যাতি অর্জনকারী কে-পপ ব্যান্ড বিটিএস আগামী বছরের মার্চে ফিরছে। দক্ষিণ কোরিয়ার একাধিক শিল্প-সংশ্লিষ্ট সূত্র দেশটির সংবাদমাধ্যম ‘কোরিয়া হেরাল্ড’-কে নিশ্চিত করেছে, সাত সদস্যের এই ব্যান্ড বর্তমানে তাদের বাধ্যতামূলক ১৮ মাসের সামরিক সেবা শেষের পথে, এবং ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছে।

ব্যান্ডের ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান হাইব জানায়, “বিটিএসের প্রত্যাবর্তনের সম্ভাব্য সময় নির্ধারিত হয়েছে ২০২৬ সালের মার্চ।” যদিও এখনও কোনো নির্দিষ্ট দিন ঘোষণা করা হয়নি, শিল্প সংশ্লিষ্টরা বলছেন, মার্চের মাঝামাঝি সময়কে লক্ষ্য করা হচ্ছে।

একটি সূত্র জানিয়েছে, “বিটিএস এবং তাদের লেবেলমেট টুমোরো এক্স টুগেদার (TXT) উভয়েই মার্চে ফেরার প্রস্তুতি নিচ্ছে। কে আগে ফিরবে, সেটি এখনো ঠিক হয়নি।”

এদিকে, একই গ্রুপের অধীন আরেক জনপ্রিয় ব্যান্ড এনহাইপেনও মার্চে ফেরার পরিকল্পনা করেছিল। তবে বিটিএসের প্রত্যাবর্তনের সময়সীমা মাথায় রেখে তারা তাদের প্রত্যাবর্তনের তারিখ এগিয়ে এনে জানুয়ারিতে নিয়ে গেছে।

বিগ হিট মিউজিক এক বিবৃতিতে জানিয়েছে, বিটিএসের ফেরার বিষয়ে এখনও আনুষ্ঠানিক সময়সূচি ঘোষণা করা হয়নি। তবে প্রস্তুতি চলছে পুরোদমে।

এরইমধ্যে বিটিএস সদস্য জিন সামরিক দায়িত্ব শেষ করে ২৮ ও ২৯ জুন গয়াংয়ে তার একক ফ্যান কনসার্ট শুরু করতে যাচ্ছেন। এই ট্যুরে তিনি নয়টি দেশের ১৮টি শো-তে অংশ নেবেন, যা চলবে ১০ আগস্ট পর্যন্ত। এতে বোঝা যাচ্ছে, বিটিএসের পূর্ণ প্রত্যাবর্তন ২০২৫ সালের মধ্যেই সম্ভব নয়।

তবে কিছু শিল্প-সংশ্লিষ্টর মতে, বিটিএসের অফিসিয়াল কামব্যাকের আগেই কোনো প্রি-রিলিজ সিঙ্গেল বা বিশেষ প্রকল্প সামনে আসতে পারে, যা ভক্তদের আগাম উচ্ছ্বাসে মাতাবে।

Link copied!