বুধবার, ০২ জুলাই, ২০২৫

পাইরেসির কবলে তাণ্ডব, তারপরও ৬ কোটির ক্লাবে

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : জুন ১৭, ২০২৫, ০৫:৪৬ পিএম

পাইরেসির কবলে তাণ্ডব, তারপরও ৬ কোটির ক্লাবে

ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খান অভিনীত ও রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘তাণ্ডব’ একদিকে যেমন বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে, তেমনি অপরদিকে পড়েছে পাইরেসির কবলে। তবে তাতে খুব একটা ভাটা পড়েনি দর্শক সাড়ায়। মুক্তির পর একদিনেই সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে সিনেমাটি।

প্রযোজনা সংস্থা ও দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্স সূত্রে জানা গেছে, গতকাল ‘তাণ্ডব’ সিনেমাটি দেশের মোট ৯২টি স্ক্রিনে প্রদর্শিত হয়েছে। এর মধ্যে ৭১টি শো ছিল হাউজফুল এবং ৪টি ছিল প্রায় পূর্ণ।

স্টার সিনেপ্লেক্সে ছিল ৫২টি শো, যার মধ্যে ৪৯টি ছিল হাউজফুল। লায়ন সিনেমাসে ১৩টি শোর মধ্যে ৫টি হাউজফুল এবং ২টি ছিল অলমোস্ট ফুল। সিলেটের গ্র্যান্ড ও মম ইন সিনেপ্লেক্সে ছিল ছয়টি হাউজফুল শো। মণিহার ও মধুবন সিনেপ্লেক্সেও অধিকাংশ শো ছিল হাউজফুল। কুষ্টিয়ার স্বপ্নীল সিনেপ্লেক্স ও গ্র্যান্ড রিভারভিউতেও শো ছিল হাউজফুল।

সিনেমাটির পাইরেসি প্রসঙ্গে নির্মাতা রায়হান রাফী সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, “তাণ্ডব থামবার নয়। অন্য কোনো মাধ্যমে নয়, হলে এসে বাংলা সিনেমা দেখুন।” তিনি দর্শকদের পাইরেটেড কন্টেন্ট এড়িয়ে হলে গিয়ে সিনেমা দেখার আহ্বান জানান।

মুক্তির এক সপ্তাহের মধ্যেই ‘তাণ্ডব’ মাল্টিপ্লেক্সগুলো থেকে আয় করেছে প্রায় ৫.৭৬ কোটি টাকা। আজই সিনেমাটি ৬ কোটির ক্লাবে প্রবেশ করতে যাচ্ছে বলে আশা করছে সংশ্লিষ্টরা। সিনেমাটির জনপ্রিয়তার কারণে অনেক দর্শকই এখন টিকিট না পেয়ে হতাশ হচ্ছেন।

সিনেমা সংশ্লিষ্টরা মনে করছেন, পাইরেসির বিরুদ্ধে লড়াই করে হলভিত্তিক বাংলা সিনেমার এই সাফল্য নতুন আশা জাগায়।

Link copied!