প্রকাশিত: : জুলাই ৪, ২০২৫, ০৪:৪৭ পিএম
বিশ্বমঞ্চে আরও এক ঐতিহাসিক অর্জনের পথে হাঁটছেন বলিউডের সুপারস্টার দীপিকা পাড়ুকোন। প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে নাম উঠতে যাচ্ছে হলিউডের গৌরবময় ওয়াক অব ফেমে। ২০২৬ সালের জন্য ঘোষিত সম্মানপ্রাপ্তদের তালিকায় দীপিকার নাম রয়েছে সিনেমা বিভাগের অধীনে।
হলিউড চেম্বার অব কমার্সের এক ঘোষণায় জানানো হয়, এই তালিকায় দীপিকার পাশাপাশি রয়েছেন টিমোথি চালামেট, এমিলি ব্লান্ট, র্যাচেল ম্যাকঅ্যাডামস, মারিয়ঁ কঁতিয়ার, মাইলি সাইরাস, গর্ডন র্যামসে ও ফ্রাঙ্কো নেরো-সহ বিশ্বখ্যাত তারকারা।
ওয়াক অব ফেমের জন্য মনোনয়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে শত শত আবেদন থেকে নির্বাচিত হয় ৩৫ জন। এই তালিকা চূড়ান্ত করে ওয়াক অব ফেম নির্বাচন কমিটি, এবং পরবর্তীতে অনুমোদন দেয় চেম্বারের বোর্ড অব ডিরেক্টরস। ২৫ জুন এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই নামগুলো প্রকাশ করা হয়।
২০১৭ সালে xXx: Return of Xander Cage দিয়ে দীপিকার হলিউডে অভিষেক ঘটে। ভিন ডিজেলের বিপরীতে তার অভিনয় বিশ্বজুড়ে প্রশংসিত হয়। এরপর থেকে আন্তর্জাতিক বিভিন্ন মঞ্চে দীপিকার উপস্থিতি এবং প্রভাব ধীরে ধীরে বেড়েছে।
টাইম ম্যাগাজিনের ‘বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তি’র তালিকায় উঠে এসেছে দীপিকার নাম। এছাড়া কান চলচ্চিত্র উৎসব, মেট গালা এবং ২০২৩ সালের অস্কার মঞ্চে তাঁর উপস্থিতি নজর কেড়েছে বিশ্বজুড়ে।
২০২৩ সালের অস্কারে দীপিকা মঞ্চে উপস্থাপন করেছিলেন আরআরআর সিনেমার জনপ্রিয় গান নাটু নাটু, যা সেরা মৌলিক গান হিসেবে অস্কার জিতেছিল।
এই সম্মাননার মাধ্যমে দীপিকা পাড়ুকোন কেবল বলিউড নয়, গোটা ভারতীয় সিনেমা শিল্পের গর্ব হিসেবে উঠে এলেন বিশ্বদরবারে।