সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

দুই দশক পর আসছে উইল স্মিথের গানের অ্যালবাম

টিএনসি রিপোর্ট

প্রকাশিত: : মার্চ ১৬, ২০২৫, ০৫:৪০ পিএম

উইল স্মিথ এর সর্বশেষ অ্যালবাম ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’ প্রকাশ হয়েছিল ২০০৫ সালের মার্চ মাসে।

দুই দশক পর আসছে উইল স্মিথের গানের অ্যালবাম

ছবি: উইল স্মিথ

আমেরিকান অভিনেতা উইল স্মিথ একাধারে অভিনেতা, প্রযোজক ও র‍্যাপার  পার।  অভিনয়শৈলী দিয়েও বিশ্বজুড়ে সুনাম কুড়িয়েছেন তিনি । একই সঙ্গে যে ভালো গানও গান, সেটাইবা কয়জন জানেন। আবার প্রতিভার জানান দিতে আসছেন ২৮ মার্চ। নিজের গানের দ্বিতীয় অ্যালবাম নিয়ে এদিন ফিরছেন উইল। ১৪ মার্চ তিনি ঘোষণা করেন, দুই দশক পর তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য অ্যালবাম ‘বেজড অন আ ট্রু স্টোরি’ প্রকাশিত হতে যাচ্ছে ২৮ মার্চ।

স্মিথের ১৪-ট্র্যাক অ্যালবামে সহযোগী হিসেবে আছেন ডিজে জ্যাজি জেফ। সেই সঙ্গে আছেন টেয়ানা টেলর ও জ্যাক রস। ইনস্টাগ্রামে একটি পোস্টে অ্যালবাম প্রকাশের তারিখ ও কভার শেয়ার করে উইল স্মিথ লিখেছেন, ‘এটা অফিসিয়াল ঘোষণা! আমার নতুন অ্যালবাম বেজড অন আ ট্রু স্টোরি ২৮ মার্চ মুক্তি পাচ্ছে। আর মাত্র দুই সপ্তাহ! আমি এটা আপনাদের সবার কাছে পৌঁছে দিতে ভীষণভাবে আগ্রহী।’ জানুয়ারিতে তাঁর সর্বশেষ একক গান ‘বিউটিফুল স্কারস’ প্রকাশের সময় তিনি প্রথম ঘোষণা করেছিলেন, একটি নতুন অ্যালবাম প্রকাশ করবেন। অভিনয়ের পাশাপাশি গানকে ভালোবাসেন উইল। তাইতো গানের ভুবনে বারবার ফিরে আসেন।

প্রসঙ্গত, উইল স্মিথ এর সর্বশেষ অ্যালবাম ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’ প্রকাশ হয়েছিল ২০০৫ সালের মার্চ মাসে।

 

Link copied!