প্রকাশিত: : জুন ২৮, ২০২৫, ০৬:৪৯ পিএম
ছবি: বিডিনিউজ২৪
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খানের অপসারণের দাবিতে চলমান ‘শাটডাউন ও মার্চ টু এনবিআর’ কর্মসূচির কারণে দেশের সব কাস্টমস কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এতে সরকারের প্রতিদিন প্রায় ৩ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
চট্টগ্রাম, বেনাপোল, ঢাকা কাস্টমসসহ দেশের সব বন্দর ও শুল্ক স্টেশনে কার্যক্রম বন্ধ থাকায় শুল্কায়ন, পণ্য খালাস এবং রপ্তানি কার্যক্রম একরকম অচল হয়ে পড়েছে। জুন মাস সাধারণত রাজস্ব আহরণের জন্য গুরুত্বপূর্ণ হলেও এবার পরিস্থিতি সম্পূর্ণ বিপরীত। শনিবারের ছুটির দিনেও অফিস খোলা রাখার সিদ্ধান্ত থাকলেও আন্দোলনের কারণে কার্যক্রম হয়নি।
এনবিআর সংস্কার ঐক্য পরিষদ জানিয়েছে, আন্দোলন রবিবারও চলবে। ব্যবসায়ীরা বলছেন, প্রতিদিন প্রায় আড়াই হাজার কোটি টাকার ক্ষতির মুখে পড়ছেন তারা। পণ্য খালাস ও শিপমেন্ট বন্ধ থাকায় রপ্তানি সময়মতো না হলে ক্ষতিপূরণ দিতে হতে পারে।
আন্দোলনকারীদের সঙ্গে সরকারের একটি আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে মঙ্গলবার। তবে আন্দোলনকারীরা জানিয়েছেন, এর আগে এনবিআর চেয়ারম্যানের অপসারণ চাই। ঐক্য পরিষদের নেতা মোনালিসা শাহরিন ও সভাপতি হাসান মুহাম্মদ তারেক রিকাবদার সংবাদ সম্মেলনে দাবি করেন, বর্তমান চেয়ারম্যান “ক্ষমতাচ্যুত সরকারের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন” এবং “ফ্যাসিবাদের দোসর” হিসেবে কাজ করছেন।
তারা বলেন, ২১ ও ২২ জুন একাধিক আদেশে আন্দোলনরত কর্মকর্তাদের প্রতিহিংসামূলকভাবে বদলি করা হয়েছে। এমনকি যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেই কর্মকর্তাদের অপ্রত্যাশিতভাবে ঢাকার বাইরে বদলি করে কাজে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে, যা চাকরি বিধির লঙ্ঘন।
চট্টগ্রাম বন্দরে শিপমেন্ট আটকে পড়েছে। ‘নিরা ফ্যাশন’-এর অপারেশন ম্যানেজার জুয়েল আহমেদ বলেন, “আমাদের ১২টি কনটেইনার সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল, কিন্তু এখন জানি না এই শাটডাউন কতদিন চলবে।”
‘প্যাসিফিক জিন্স’-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এম তানভীর জানান, আগে রপ্তানি কার্যক্রম আংশিক চললেও এখন তা সম্পূর্ণভাবে থেমে গেছে, ফলে রপ্তানিকারকরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।
সরকার ও আন্দোলনকারীদের মধ্যে সমঝোতার দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা।