শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

ঈদযাত্রার ছয়দিনে পদ্মা ও যমুনা সেতু থেকে সাড়ে ৪২ কোটি টাকার টোল আদায়

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : জুন ৮, ২০২৫, ০২:৫৩ পিএম

ঈদযাত্রার ছয়দিনে পদ্মা ও যমুনা সেতু থেকে সাড়ে ৪২ কোটি টাকার টোল আদায়

ছবি: তারেক মাহমুদ

ঈদযাত্রাকে কেন্দ্র করে দেশের দুই প্রধান সেতু—পদ্মা ও যমুনা—দিয়ে পারাপার হওয়া যানবাহনের সংখ্যা ও টোল আদায়ে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ছয় দিনে (১–৬ জুন) এই দুই সেতু দিয়ে মোট ৪ লাখ ৫৩ হাজার ৫৯৯টি যানবাহন পারাপার হয়েছে এবং সরকার আয় করেছে ৪২ কোটি ৪৭ লাখ ৪২ হাজার ৫০ টাকা।

যমুনা সেতু দিয়ে পারাপার হয়েছে ২ লাখ ৫৫ হাজার ২২০টি যানবাহন, যেখানে টোল আদায় হয়েছে ১৯ কোটি ২৫ লাখ ৭৩ হাজার ৮৫০ টাকা।
৫ জুন বৃহস্পতিবার সেতু চালুর পর থেকে একদিনে সর্বোচ্চ ৬৪ হাজার ২৮৩টি যানবাহন পারাপার হয়েছে এবং আদায় হয়েছে সর্বোচ্চ ৪ কোটি ১০ লাখ ৮০ হাজার ৯৫০ টাকা।

যানজটের বিষয়ে সেতুর প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, “সেতুর উপর অতিরিক্ত চাপ ও কিছু যানবাহন বিকল হওয়ায় কয়েক দফায় টোল আদায় বন্ধ রাখতে হয়েছে। তবে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”

পদ্মা সেতু দিয়ে ছয় দিনে পারাপার হয়েছে ১ লাখ ৯৮ হাজার ৩৭৯টি যানবাহন। আদায় হয়েছে ২৩ কোটি ২১ লাখ ৬৮ হাজার ২০০ টাকা।
৫ জুন বৃহস্পতিবার পদ্মা সেতু দিয়ে সর্বোচ্চ ৫২ হাজার ৪৮৭টি যানবাহন পার হয় এবং টোল আদায় হয় ৫ কোটি ৪৩ লাখ ২৮ হাজার টাকা—যা সেতু উদ্বোধনের পর সর্বোচ্চ।

সেতু দুটির টোল আদায় বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, ঈদের ছুটিকে ঘিরে ব্যাপক যাত্রীচাপ ও পরিবহন প্রবাহ তৈরি হয়েছে। সড়ক পরিবহন ব্যবস্থাপনার উন্নয়ন ও টোল বুথের দক্ষতা বৃদ্ধির ফলে দ্রুত টোল সংগ্রহ করা সম্ভব হয়েছে।

Link copied!