শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

বয়স ২১ হলেই মাত্র ৪ শতাংশ সুদে স্টার্ট-আপ ঋণের যোগ্য হবেন বাংলাদেশিরা: কেন্দ্রীয় ব্যাংক

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : জুলাই ১০, ২০২৫, ০১:৫৮ এএম

বয়স ২১ হলেই মাত্র ৪ শতাংশ সুদে স্টার্ট-আপ ঋণের যোগ্য হবেন বাংলাদেশিরা: কেন্দ্রীয় ব্যাংক

বাংলাদেশে এখন থেকে বয়স ২১ হলেই যে কেউ স্টার্ট-আপ ঋণের জন্য আবেদন করতে পারবেন, আর এর সুদের হার হবে মাত্র ৪ শতাংশ। আজ (৯ জুলাই) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি নতুন মাস্টার সার্কুলার জারি করেছে, যেখানে স্টার্ট-আপ ঋণ প্রদানের নীতিমালায় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, এখন থেকে বাণিজ্যিক ব্যাংকগুলো ২১ বছর বা তার বেশি বয়সী উদ্যোক্তাদেরকে মেয়াদি বা চলতি মূলধন ঋণ দিতে পারবে। এই ঋণের ক্ষেত্রে গ্রাহককে সর্বোচ্চ ৪ শতাংশ সুদ দিতে হবে, যা ত্রৈমাসিক ভিত্তিতে ধার্য করা যাবে। আগে যেখানে সর্বোচ্চ ঋণের পরিমাণ ছিল ১ কোটি টাকা, এখন তা বৃদ্ধি করে ২ কোটি থেকে ৮ কোটি টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

বিদ্যমান প্রতিষ্ঠানগুলোও এই সুবিধার আওতায় আসতে পারবে, তবে সেগুলোর নিবন্ধনের সময়সীমা সর্বোচ্চ ১২ বছর পর্যন্ত হতে হবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ ব্যাংকের ৫০০ কোটি টাকার ‘স্টার্ট-আপ ফান্ড’ থেকে পুনঃঅর্থায়ন সুবিধা নিতে পারবে।

এবারই প্রথমবারের মতো স্টার্ট-আপে শুধু ঋণ নয়, ইক্যুইটি বিনিয়োগ করার সুযোগ রাখা হয়েছে। প্রতিটি তফসিলি ব্যাংক তাদের নিজস্ব ‍‍`স্টার্ট-আপ ফান্ড‍‍` থেকে স্টার্ট-আপ উদ্যোক্তাদের জন্য ইক্যুইটি বিনিয়োগ সুবিধা দেবে। বাংলাদেশ ব্যাংক একটি ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি গঠনের উদ্যোগও নিচ্ছে, যার মাধ্যমে ব্যাংকগুলোর এই ইক্যুইটি বিনিয়োগ বাস্তবায়িত হবে।

তবে নতুন নির্দেশনায় বলা হয়েছে, এই সার্কুলার জারির পর থেকে ব্যাংকের নিজস্ব স্টার্ট-আপ ফান্ড থেকে নতুন কোনো ঋণ বা বিনিয়োগ অনুমোদন করা যাবে না। শুধু আগে অনুমোদিত ঋণের অর্থ ছাড় করা যাবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দেশের অর্থনীতিতে স্টার্ট-আপ কোম্পানিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে—বিশেষ করে উদ্ভাবন, কর্মসংস্থান ও প্রবৃদ্ধির ক্ষেত্রে। তাই এই খাতে আরও বেশি বিনিয়োগ উৎসাহিত করতে এবং সময়োপযোগী উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে নীতিমালা হালনাগাদ করা হয়েছে।

Link copied!