প্রকাশিত: : জুন ২, ২০২৫, ০৭:২১ পিএম
২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে বিশ্ববিদ্যালয় পর্যায়ে মৌলিক বিজ্ঞান গবেষণা এবং সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে ব্লু ইকোনমির সম্ভাবনা কাজে লাগাতে ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। সোমবার বিকালে বাংলাদেশ টেলিভিশনে বাজেট উপস্থাপনকালে এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
অর্থ উপদেষ্টা বলেন, দেশে বিজ্ঞান চর্চা এবং প্রযুক্তি ভিত্তিক উন্নয়নকে এগিয়ে নিতে গবেষণার ওপর জোর দেওয়া হচ্ছে। তিনি জানান, ২০২৪-২৫ অর্থবছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ৪৯২টি প্রকল্পের জন্য প্রায় ১৬ কোটি ৬৬ লাখ টাকার গবেষণা অনুদান দেওয়া হয়েছে। এবার তা বাড়িয়ে মৌলিক বিজ্ঞান গবেষণা ও সামুদ্রিক সম্পদের কার্যকর ব্যবস্থাপনায় ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হচ্ছে।
এ উদ্যোগের মাধ্যমে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বিজ্ঞানভিত্তিক গবেষণা কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং সমুদ্রসম্পদ আহরণের মাধ্যমে সম্ভাবনাময় ব্লু ইকোনমি খাতকে ব্যবহার উপযোগী করে তোলা সম্ভব হবে বলে সরকারের আশা।
অর্থ উপদেষ্টা তার বাজেট বক্তৃতায় বলেন, উন্নয়নের সুফল সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে ও একটি টেকসই অর্থনৈতিক কাঠামো গড়ে তুলতেই এবারের বাজেটে কিছুটা সংস্কারমূলক পদক্ষেপ রাখা হয়েছে।