সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

নিয়োগ বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়াই সমন্বয়কের সুপারিশে ওয়াসায় চাকরি!

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : মার্চ ১৭, ২০২৫, ০২:২২ পিএম

নিয়োগ বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়াই সমন্বয়কের সুপারিশে ওয়াসায় চাকরি!

ঢাকা ওয়াসায় নিয়োগ বিজ্ঞপ্তি বা কোনো পরীক্ষা ছাড়াই ১৫০ জনকে চাকরি দেওয়া হয়েছে, যেখানে নিয়োগের প্রধান ভিত্তি ছিল রেফারেন্স। সুপারিশকারীদের তালিকায় রয়েছেন বিভিন্ন সমন্বয়ক ও সরকারি কর্মকর্তাদের ব্যক্তিগত সহকারী (পিএস) এবং সহকারী ব্যক্তিগত সচিব (এপিএস)।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এই নিয়োগের ক্ষেত্রে কোনো মেধা যাচাই হয়নি। বেশিরভাগ নিয়োগপত্রেই পিএস ও এপিএস মোয়াজ্জেমের নাম সুপারিশকারী হিসেবে উল্লেখ রয়েছে। পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তৌহিদের সুপারিশে ছয়জন চাকরি পেয়েছেন। সমন্বয়ক নুসরাত তাবাসসুম ও নাজমুলের নামও সুপারিশকারীদের তালিকায় আছে।

চাকরিপ্রাপ্তদের সঙ্গে কথা বলতে ওয়াসার জোন-৬ কার্যালয়ে গেলে দেশ টিভির টিম নিরাপত্তারক্ষীদের বাধার মুখে পড়ে। অনুমতি পাওয়ার পরও নিয়োগপ্রাপ্তদের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া হয়নি। মোবাইল ফোনে যোগাযোগ করা হলে রেফারেন্সদাতাদের নাম শোনার পর বেশিরভাগ চাকরিপ্রাপ্ত কল কেটে দেন।

তবে সমন্বয়ক তৌহিদ দাবি করেছেন, তাদের পক্ষ থেকে কোনো সুপারিশ করা হয়নি। এতে প্রশ্ন উঠছে, সমন্বয়ক ও সরকারি কর্মকর্তাদের রেফারেন্স ব্যবহার করে ওয়াসা নিজেই কি এই নিয়োগ বাণিজ্য চালিয়েছে?

এ বিষয়ে ওয়াসার সচিব মশিউর রহমান জানান, নিয়োগ-সংক্রান্ত সব সিদ্ধান্ত নিয়েছেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি), তিনি কেবল স্বাক্ষর করেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি ও তার সহকর্মীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান।

Link copied!