প্রকাশিত: : জুলাই ১৩, ২০২৫, ১১:০৫ পিএম
২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শিগগিরই শুরু হতে যাচ্ছে। এবারের ভর্তি নীতিমালায় উল্লেখযোগ্য পরিবর্তনের অংশ হিসেবে যুক্ত হতে পারে ‘জুলাই গণ-অভ্যুত্থান’ কোটা।
প্রত্যেক বছর শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় ভর্তির জন্য পৃথক নীতিমালা তৈরি করা হয়। সেই অনুযায়ী শিক্ষার্থীরা আবেদন করে, বাছাই হয় এবং চূড়ান্ত ভর্তি ও ক্লাস শুরু হয়। ইতোমধ্যে একাদশ শ্রেণির ভর্তির জন্য প্রাথমিক খসড়া নীতিমালা তৈরি হয়েছে, যেখানে প্রথমবারের মতো ‘জুলাই গণ-অভ্যুত্থান’ সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের জন্য কোটা চালুর প্রস্তাব এসেছে।
এই কোটার আওতায় ১৯৭৪ সালের জুলাই মাসের গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা বিশেষ সুবিধা পেতে পারেন। যদিও তাদের জন্য নির্দিষ্ট আসন সংরক্ষণ করা হবে, নাকি বিদ্যমান আসনের বাইরে বাড়তি সুবিধা দেওয়া হবে, তা এখনো আলোচনার পর্যায়ে রয়েছে।
আজ রবিবার (১৩ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ে এ বিষয়ে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে, যেখানে চূড়ান্ত হতে পারে একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা।
এছাড়া এবার ভর্তিতে ‘বীর মুক্তিযোদ্ধা কোটা’ বাতিল হওয়ার সম্ভাবনাও রয়েছে। সংশ্লিষ্টদের মতে, স্বাধীনতার ৫৫ বছর পর মুক্তিযোদ্ধাদের সন্তানেরা এখন একাদশ শ্রেণিতে ভর্তির উপযোগী বয়সে নেই, তাই এ কোটা বজায় রাখার যৌক্তিকতা কমে গেছে।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্ত শিক্ষা বোর্ড সমন্বয়ক অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির জানিয়েছেন, “২০২৫ সালের একাদশ শ্রেণির ভর্তি নীতিমালায় কোটাব্যবস্থা, মেধাক্রমভিত্তিক অগ্রাধিকার, মাইগ্রেশন প্রক্রিয়া এবং বেসরকারি কলেজের আসনসংকটের বিষয়গুলো বিবেচনায় নিয়ে প্রস্তাবনা তৈরি করে তা শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে।”
উল্লেখ্য, ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন শিক্ষার্থী পাস করেছে। এদের মধ্যে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন পেয়েছে জিপিএ-৫।