রবিবার, ১৩ জুলাই, ২০২৫

‘৫ কোটি টাকা’ চাঁদা না পেয়ে পল্লবীতে আবাসন কর্মকর্তাকে গুলি

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : জুলাই ১২, ২০২৫, ১১:৪৮ পিএম

‘৫ কোটি টাকা’ চাঁদা না পেয়ে পল্লবীতে আবাসন কর্মকর্তাকে গুলি

রাজধানীর পল্লবীতে একটি আবাসন প্রতিষ্ঠানে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। চাঁদা না দেওয়ায় এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি। হামলায় গুলিবিদ্ধ হয়েছেন প্রতিষ্ঠানের এক কর্মকর্তা, যিনি বর্তমানে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (গতকাল) বিকেল ৫টার দিকে পল্লবীর আলব্দিরটেক এলাকায়। এ কে বিল্ডার্স নামের আবাসন প্রতিষ্ঠানের দাবি, হামলাকারী ছিল ৩০-৪০ জনের একটি সংঘবদ্ধ দল। তারা হামলার সময় চার রাউন্ড গুলি ছোড়ে, যার একটি লাগে প্রতিষ্ঠানটির কর্মকর্তা শরিফুল ইসলামের শরীরে।

প্রতিষ্ঠানটির পরিচালক ইয়াসিন খান জানিয়েছেন, “তিন সপ্তাহ আগে জামিল নামের এক ব্যক্তি আমাদের কাছে পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় আমাদের ওপর দুইবার হামলা চালানো হয়, সিসি ক্যামেরা ও অফিসের বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করা হয়। এর ধারাবাহিকতায় গতকাল আবারও সশস্ত্র হামলা চালানো হয়।”

এ ঘটনার পর প্রতিষ্ঠানটির চেয়ারম্যান পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সেখানে প্রাণনাশের হুমকির অভিযোগসহ চাঁদা না দেওয়ায় হামলার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম জানান, “এখনও কোনো মামলা হয়নি। আমরা বিষয়টি তদন্ত করে জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

Link copied!