প্রকাশিত: : জুলাই ১২, ২০২৫, ০২:০৭ এএম
কুয়েতে কর্মরত এবং নতুন ভিসাপ্রত্যাশী বাংলাদেশি শ্রমিকদের জন্য প্রথমবারের মতো ন্যূনতম বেতন কাঠামো ঘোষণা করেছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস। আগামী ১ আগস্ট থেকে এই কাঠামো কার্যকর হবে এবং নিয়োগদাতাদের বাধ্যতামূলকভাবে তা অনুসরণ করতে হবে। কাঠামো না মানলে কোনো ভিসা সত্যায়ন করা হবে না বলে জানানো হয়েছে।
দূতাবাসের বিজ্ঞপ্তি অনুযায়ী, গৃহকর্মীর ন্যূনতম বেতন নির্ধারণ করা হয়েছে ১২০ দিনার। বাসার ড্রাইভার ও রাঁধুনিদের জন্য ১৫০ দিনার, সরকারি চুক্তিভিত্তিক (আকুদ হুকমি) অদক্ষ শ্রমিকের জন্য ৯০ দিনার, বেসরকারি চুক্তিভিত্তিক (আকুদ আহলি) অদক্ষ শ্রমিকদের জন্য ১২০ দিনার, দক্ষ ড্রাইভারদের জন্য ১২০ দিনার এবং অন্যান্য দক্ষ শ্রমিকদের জন্য ১৫০ দিনার বেতন নির্ধারণ করা হয়েছে। এসব বেতন ৮ ঘণ্টা দৈনিক কর্মঘণ্টার ভিত্তিতে নির্ধারিত।
দীর্ঘদিন ধরে কুয়েতে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের জন্য কোনো নির্দিষ্ট বেতন কাঠামো না থাকায় অনেকেই ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হতেন। এবার এই কাঠামোর মাধ্যমে শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ দূতাবাস।
প্রবাসী বাংলাদেশিরা এই সিদ্ধান্তকে শ্রমিকবান্ধব ও সময়োপযোগী হিসেবে স্বাগত জানিয়েছেন। তারা আশা করছেন, নতুন কাঠামোর বাস্তবায়নে দূতাবাসের সক্রিয় নজরদারি থাকবে, যাতে কোনো অনিয়ম বা হয়রানি না ঘটে।