প্রকাশিত: : জুলাই ১২, ২০২৫, ১২:৪১ এএম
পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের প্রধান ফটকের সামনে ভাঙ্গারি ব্যবসায়ী মোহাম্মদ সোহাগকে (৩৯) নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে জাতীয়তাবাদী যুবদল তাদের দুই নেতাকে আজীবন বহিষ্কার করেছে।
বহিষ্কৃতরা হলেন সাবেক জলবায়ু বিষয়ক সহকারী সম্পাদক রজ্জব আলী পিন্টু এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকি।
শুক্রবার (১১ জুলাই) যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গ ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
বিবৃতিতে জানানো হয়, প্রকাশ্যে দিবালোকে পাথর নিক্ষেপ করে সোহাগকে হত্যা করা হয়। নিহতের পরিবার বাদী হয়ে রজ্জব ও সাবাহসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছে।
যুবদল স্পষ্ট জানিয়েছে, বহিষ্কৃতদের অপরাধমূলক কর্মকাণ্ডের দায় দল নেবে না এবং দলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে যে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়াও, আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত ও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।