শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

সরকারি নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : জুলাই ১১, ২০২৫, ১২:৫১ এএম

সরকারি নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল

সরকারি নারী কর্মকর্তাদের ‘স্যার’ বলে সম্বোধনের বিতর্কিত নির্দেশনা আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (১০ জুলাই) অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের ৩৩তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে।

প্রেস উইং-এর ভাষ্য অনুযায়ী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ প্রায় ১৬ বছরের শাসনামলে একটি অদ্ভুত প্রথা চালু হয়, যেখানে সরকারি কর্মকর্তাদের তাঁকে ‘স্যার’ বলে সম্বোধনের নির্দেশ দেওয়া হয়েছিল। এই নির্দেশনার প্রভাব বিস্তৃত হয়েছিল অন্যান্য উচ্চপদস্থ নারী কর্মকর্তার ক্ষেত্রেও, যাঁদের এখনো ‘স্যার’ বলা হয়ে থাকে - যা স্বাভাবিক নয় এবং লিঙ্গসমতার পরিপন্থী।

উপদেষ্টা পরিষদের বৈঠকে মন্ত্রিসভার সময় জারি হওয়া অন্যান্য প্রটোকল নির্দেশনাগুলো পুনরায় পর্যালোচনার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়। এসব নির্দেশনার পরিমার্জনের জন্য গঠন করা হয়েছে একটি দুই সদস্যবিশিষ্ট কমিটি, যার সদস্যরা হলেন বিদ্যুৎ, সড়ক ও রেলপথবিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান এবং পরিবেশ ও পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

এই কমিটি এক মাসের মধ্যে প্রটোকল নির্দেশনা ও সম্বোধন সংক্রান্ত বিষয়গুলো পর্যালোচনা করে সংশোধনের জন্য প্রস্তাবনা দেবে উপদেষ্টা পরিষদে।

Link copied!