প্রকাশিত: : জুলাই ৯, ২০২৫, ১০:৪৪ পিএম
সরকার ১৮ জুলাই গ্রাহকদের জন্য বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এই নির্দেশনা দিয়েছে, যা সব মোবাইল অপারেটরদের মানতে হবে। এই ফ্রি ইন্টারনেট ডেটার মেয়াদ থাকবে পাঁচ দিন।
জুলাই আন্দোলনের স্মরণে এবং ডিজিটাল স্বাধীনতার গুরুত্ব তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের নির্দেশনায় ৮ জুলাই বিটিআরসি কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত অনুমোদন করা হয়।
বিটিআরসি জানিয়েছে, অপারেটরদের এসএমএসের মাধ্যমে গ্রাহকদের আগাম জানাতে হবে এবং নিরবিচারে এই সুবিধা পৌঁছে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একইসঙ্গে দিবসটি যথাযথভাবে পালনের জন্য অপারেটরদের সহায়তা চাওয়া হয়েছে।
প্রসঙ্গত, ২০২৪ সালের ১৭ জুলাই রাতে কোটা সংস্কার আন্দোলনের সময় প্রথমে মোবাইল ইন্টারনেট এবং পরদিন ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেয় সরকার। পরে ২৩ জুলাই ব্রডব্যান্ড সীমিতভাবে চালু হয় এবং ২৮ জুলাই মোবাইল ইন্টারনেট স্বাভাবিকভাবে চালু করা হয়।