বুধবার, ০৯ জুলাই, ২০২৫

সহায়তার টাকা না পেয়ে জুলাই ফাউন্ডেশনের অফিসে ভাঙচুর আহতদের

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : জুলাই ৮, ২০২৫, ১০:৫৬ পিএম

সহায়তার টাকা না পেয়ে জুলাই ফাউন্ডেশনের অফিসে ভাঙচুর আহতদের

রাজধানীর শাহবাগে অবস্থিত ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এর অফিসে ভাঙচুর চালিয়েছেন জুলাই গণ–অভ্যুত্থানে আহত কিছু ব্যক্তি। মঙ্গলবার সন্ধ্যায় ঘটেছে এই ঘটনা। অভিযোগ রয়েছে, দ্বিতীয় ধাপের আর্থিক সহায়তা না পাওয়ায় দীর্ঘদিন ধরেই ক্ষুব্ধ ছিলেন আহতরা।

জানা যায়, আহতদের অনেকেই বারবার আশ্বাসের পরও সহায়তার টাকা না পাওয়ায় এদিন দুপুর থেকে বারডেম হাসপাতালের পাশে ফাউন্ডেশনের অফিসের সামনে অবস্থান নেন। দীর্ঘক্ষণ অপেক্ষার পর সন্ধ্যায় ফাউন্ডেশনের সিইও কামাল আকবর জানান, এদিন টাকা দেওয়া সম্ভব নয়। এরপর উত্তেজনা ছড়িয়ে পড়ে, অফিস কক্ষে তালা লাগিয়ে, একপর্যায়ে কিছু চেয়ার ভাঙচুর, দরজার গ্লাস ও পানির ফিল্টার ভেঙে ফেলেন উপস্থিত ২০–২৫ জন আন্দোলনকারী।

আহত মামুন হোসেন বলেন, "বারবার ঘোরানো হচ্ছে। টাকা দেবে বললেও দেয় না। একজন কর্মচারী আমাদের ধাক্কা দিয়ে বের করে দিতে চাইলে রাগের মাথায় ভাঙচুর হয়।" তিনি আরও জানান, গুলিবিদ্ধ অবস্থায় ১১ মাস ধরে চিকিৎসাধীন আছেন, অথচ বারবার সহায়তার জন্য আবেদন করেও আশানুরূপ সাড়া পাচ্ছেন না।

আহত নাজমুল হোসেন, যিনি সাভার সরকারি কলেজের শিক্ষার্থী, অভিযোগ করেন, "যাঁদের অভ্যন্তরীণ যোগাযোগ আছে, তাঁদের আগে টাকা দেওয়া হচ্ছে। অথচ আমরা যারা গুরুতর আহত, তাঁদের দ্বিতীয় ধাপের টাকা দেওয়া হচ্ছে না।"

এ বিষয়ে ফাউন্ডেশনের সিইও কামাল আকবর বলেন, "আহতদের অনেকেই মানসিক চাপে আছেন, তাই উত্তেজিত হয়েছেন। তাঁদের প্রতি আমাদের কোনো অভিযোগ নেই। ধাপে ধাপে সহায়তা দেওয়া হচ্ছে। ইতিমধ্যে ৮০৬ জনকে দ্বিতীয় ধাপের টাকা দেওয়া হয়েছে, বাকিদেরও দ্রুত দেওয়া হবে।" তিনি আরও জানান, অনুদানের জন্য বরাদ্দ ৭ কোটি টাকা রয়েছে এবং ভুয়া নাম বাতিল করে প্রকৃত আহত ও শহীদ পরিবারের সদস্যদের সহায়তা দেওয়া হচ্ছে।

ঘটনার পর আহতদের সঙ্গে আলোচনায় বসে ফাউন্ডেশন কর্তৃপক্ষ। আলোচনায় আগামী রোববার অর্থ সহায়তা দেওয়া হবে বলে জানানো হয়।

Link copied!