বুধবার, ০৯ জুলাই, ২০২৫

একজন ব্যক্তির ১০টির বেশি সিমকার্ড থাকলে ১৫ অক্টোবরের মধ্যে বন্ধের নির্দেশ

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : জুলাই ৮, ২০২৫, ১০:০৪ পিএম

একজন ব্যক্তির ১০টির বেশি সিমকার্ড থাকলে ১৫ অক্টোবরের মধ্যে বন্ধের নির্দেশ

একজন ব্যক্তির নামে সর্বোচ্চ ১০টি মোবাইল সিম রাখার সীমা নির্ধারণ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। নতুন নির্দেশনা অনুযায়ী, ১৫ অক্টোবরের মধ্যে ১০টির বেশি সিম ডি-রেজিস্ট্রার না করলে, আগামী ১৫ নভেম্বরের মধ্যে সেই অতিরিক্ত সিমগুলো বন্ধ করে দেওয়া হবে।

এই সিদ্ধান্ত ৩০ জুন অনুষ্ঠিত বিটিআরসির কমিশন সভায় নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, ১৫ জুলাই থেকে অপারেটরদের মাধ্যমে গ্রাহকদের ১০টির বেশি সিম কমিয়ে আনতে নিয়মিতভাবে এসএমএস ও বিজ্ঞপ্তির মাধ্যমে অনুরোধ জানানো হবে। গ্রাহকেরা *১৬০০১# ডায়াল করে জানতে পারবেন, তার জাতীয় পরিচয়পত্রে কতটি সিম নিবন্ধিত আছে। প্রয়োজনবোধে অপারেটরের কাস্টমার কেয়ারে গিয়ে অপ্রয়োজনীয় সিম ডি-রেজিস্ট্রার বা মালিকানা হস্তান্তর করতে পারবেন।

১৬ অক্টোবর থেকে অতিরিক্ত সিম বিশ্লেষণ করে রাজস্ব ও অন্যান্য গুরুত্বপূর্ণ মানদণ্ড অনুযায়ী অগুরুত্বপূর্ণ সিম চিহ্নিত করে বন্ধের প্রক্রিয়া শুরু হবে। সেন্ট্রাল বায়োমেট্রিক ভেরিফিকেশন মনিটরিং প্ল্যাটফর্ম (CBVMP) এর মাধ্যমে এসব সিমের তালিকা তৈরি করে সংশ্লিষ্ট অপারেটরদের জানানো হবে।

২৪ অক্টোবরের মধ্যে গ্রাহকদের গুরুত্বপূর্ণ ১০টি সিম এবং অতিরিক্ত অগুরুত্বপূর্ণ সিমের তালিকা চূড়ান্ত করা হবে। এরপর ১৫ নভেম্বরের মধ্যে অগুরুত্বপূর্ণ সিমগুলো ব্যাচ আইডির মাধ্যমে ডি-রেজিস্ট্রার করা হবে। এই কার্যক্রমের চূড়ান্ত প্রতিবেদন ২০ নভেম্বরের মধ্যে বিটিআরসিতে জমা দিতে হবে।

বর্তমানে দেশে মোট সিম ব্যবহারকারীর সংখ্যা ৬ কোটি ৭৫ লাখের বেশি, যেখানে বিক্রি হওয়া সিমের সংখ্যা ১৮ কোটিরও বেশি। বিটিআরসির হিসাবে, ২৬ লাখ গ্রাহকের ১০টির বেশি সিম আছে, যেগুলোর সংখ্যা ৬৭ লাখ। নতুন নির্দেশনা কার্যকর হলে এসব সিম নিষ্ক্রিয় হয়ে যাবে।

Link copied!