প্রকাশিত: : জুন ২৯, ২০২৫, ০২:২৮ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, আগামী ৩ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার দিবস’ পালন করা হবে। এ উপলক্ষে ওই দিন কেন্দ্রীয় শহীদ মিনারে পাঠ করা হবে ‘জুলাই ঘোষণাপত্র’ ও দলীয় ইশতেহার।
রবিবার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
তিনি বলেন, “সরকার তার প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হয়েছে। তাই আমাদের ন্যায্য দাবিগুলো আবারও জনসমক্ষে তুলে ধরার জন্য এই কর্মসূচি।”
তিনি আরও জানান, ৫ আগস্ট দেশজুড়ে উদযাপিত হবে ‘ছাত্র-জনতার মুক্তি দিবস’। এদিন বিভিন্ন স্থানে আয়োজিত কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হবে।
নাহিদ ইসলাম বলেন, “১ জুলাই থেকে মাসব্যাপী শুরু হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান’র বর্ষপূর্তি উদযাপন। রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হবে, যা চলবে ৩০ জুলাই পর্যন্ত। এই সময় কেন্দ্রীয় নেতারা দেশব্যাপী পদযাত্রায় অংশগ্রহণ করবেন, শহীদ পরিবার ও আহতদের সঙ্গে দেখা করে খোঁজখবর নেবেন।”
১৬ জুলাই পালিত হবে শহীদ আবু সাঈদের শাহাদত দিবস, যাকে ‘বৈষম্যবিরোধী শহীদ দিবস’ হিসেবে পালন করার ঘোষণা দেন তিনি। ওই দিন মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।
তিনি বলেন, “একটি বছর পার হয়ে গেল। এই সময়ে অনেক সাফল্য যেমন এসেছে, তেমনি কিছু অপ্রাপ্তিও রয়ে গেছে। তবে জুলাই-আগস্টের ঐতিহাসিক ৩৬ দিন স্মরণ করা আমাদের নৈতিক দায়িত্ব।”
এবারের মাসব্যাপী কর্মসূচির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং সদস্যসচিব হয়েছেন যুগ্ম আহ্বায়ক অনিক রায়। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম সদস্যসচিব লুৎফর রহমানসহ কেন্দ্রীয় নেতারা।