প্রকাশিত: : জুন ২৯, ২০২৫, ০১:০০ পিএম
ছবি: এআই জেনারেটেড
কুমিল্লার মুরাদনগরে ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৯ জুন) ভোরে রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান।
গ্রেপ্তারের পর আহত অবস্থায় ফজর আলীকে চিকিৎসা দিয়ে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।
এ ঘটনায় ভিডিও ধারণ ও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মুরাদনগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও চারজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন—অনিক, সুমন, রমজান ও বাবু। তাদের সবার বাড়ি মুরাদনগরের পাঁচকিত্তা এলাকায়।
পুলিশ জানিয়েছে, ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় আটক চারজনের বিরুদ্ধে আলাদা মামলার প্রস্তুতি চলছে।
জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বৃহস্পতিবার রাতে মুরাদনগরের এক গ্রামে এক প্রবাসীর স্ত্রী ধর্ষণের শিকার হন। অভিযুক্ত ফজর আলী স্থানীয় শহিদ মিয়ার ছেলে। ঘটনার সময় ওই নারী বাবার বাড়িতে বেড়াতে যান, এবং তার মা-বাবা বাড়ির বাইরে ছিলেন। তখন ফজর জোরপূর্বক ওই বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করেন।
ধর্ষণের পর চিৎকার শুনে স্থানীয়রা এসে ফজর আলীকে মারধর করে। কিন্তু সে পালিয়ে যায়।
ঘটনার সময় কিছু ব্যক্তি ভুক্তভোগীর বিবস্ত্র ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়, যা নিয়ে তীব্র জনমনে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী নারী পরে থানায় মামলা করেন এবং তার মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে।