মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫

দেশে ডেঙ্গুতে আক্রান্ত বেশি তরুণরা; মৃত্যু বেশি ২১-৪০ বছর বয়সীদের মধ্যে

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : জুন ২৯, ২০২৫, ১২:৩৫ পিএম

দেশে ডেঙ্গুতে আক্রান্ত বেশি তরুণরা; মৃত্যু বেশি ২১-৪০ বছর বয়সীদের মধ্যে

দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্তের মধ্যে তরুণদের হার তুলনামূলকভাবে বেশি। সরকারি পরিসংখ্যানে দেখা যাচ্ছে, আক্রান্তদের এক-তৃতীয়াংশই ১৬ থেকে ৩০ বছর বয়সী তরুণ। তবে মৃত্যুর হার বেশি ২১ থেকে ৪০ বছর বয়সীদের মধ্যে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, তরুণদের চলাফেরা ও কর্মক্ষেত্রে সক্রিয় অংশগ্রহণের কারণে তারা বেশি সংক্রমিত হচ্ছে। অপরদিকে, বয়স বাড়ার সঙ্গে শরীরে পূর্ববর্তী সংক্রমণের মাধ্যমে অ্যান্টিবডি তৈরি হয়ে যাওয়ায় বয়স্কদের মধ্যে আক্রান্তের ঝুঁকি তুলনামূলকভাবে কম।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৪১ জন। একই সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬২ জন। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী বরিশাল বিভাগে (১৪১ জন)। চট্টগ্রামে ৪০ জন, ঢাকার বিভিন্ন এলাকায় ৬৬ জন, খুলনা ও ময়মনসিংহে ৬ জন করে এবং সিলেটে ৩ জন আক্রান্ত হয়েছেন।

ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যা ৫৮.৯ শতাংশ এবং নারীর সংখ্যা ৪১.১ শতাংশ। সবচেয়ে বেশি আক্রান্ত ১৬–৩০ বছর বয়সীরা, তাদের সংখ্যা ৩ হাজার ৫০০। এরপর রয়েছে ৩০–৪৫ বছর বয়সীরা (২ হাজার ২৩৬ জন), আর তৃতীয় স্থানে রয়েছে শিশুরা (২ হাজার ৯ জন)।

বিশেষজ্ঞরা বলছেন, তরুণরা এখনও সব ধরনের ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত না হওয়ায় তাদের শরীরে সব ধরনের অ্যান্টিবডি গড়ে ওঠেনি, ফলে তারা বেশি আক্রান্ত হচ্ছে। অন্যদিকে, কর্মক্ষম জনগোষ্ঠীর মধ্যে মৃত্যু বেশি হওয়ায় অর্থনৈতিকভাবে বড় ক্ষতির সম্মুখীন হচ্ছে দেশ।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে ২১ থেকে ৪০ বছর বয়সী ১৬ জন, ৪১ থেকে ৬০ বছর বয়সী ১৩ জন, শূন্য থেকে ২০ বছর বয়সী ৬ জন এবং ৬১ থেকে ৮০ বছর বয়সী ৫ জন মারা গেছেন। ৮০ বছর বা তার চেয়েও বেশি বয়সী মারা গেছেন ২ জন।

উল্লেখ্য, দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতি দেখা দেয় ২০২৩ সালে, যখন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত হয়েছিলেন এবং মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।

Link copied!