প্রকাশিত: : জুন ২৮, ২০২৫, ০৩:৪৯ পিএম
বাংলাদেশ থেকে পাট, সুতা এবং বোনা কাপড়সহ নির্দিষ্ট পণ্য আমদানিতে স্থলবন্দর ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। ২৭ জুন (শুক্রবার) ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের এক ঘোষণায় বলা হয়েছে, এই পণ্যগুলো কেবল মহারাষ্ট্রের নাহভা শেভা সমুদ্রবন্দর দিয়ে আমদানি করা যাবে।
নিষিদ্ধ পণ্যের তালিকায় রয়েছে - পাটজাত পণ্য, একাধিক ভাঁজের বোনা কাপড়, একক শণ সুতা, ব্লিচ না করা পাটের কাপড় ইত্যাদি। এর ফলে বাংলাদেশ থেকে ভারতীয় সীমান্তবর্তী স্থলবন্দর ব্যবহার করে এসব পণ্যের প্রবেশ বন্ধ হয়ে যাবে।
এর আগেও, গত মে মাসে ভারত একই ধরনের নিষেধাজ্ঞা জারি করেছিল বাংলাদেশের তৈরি পোশাক পণ্যের ক্ষেত্রে। তখনও কেবল নাহভা শেভা ও কলকাতা সমুদ্রবন্দর দিয়ে আমদানির অনুমতি দেওয়া হয়েছিল। বাংলাদেশ প্রতিবছর প্রায় ৭০০ মিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করে ভারতে, যার সিংহভাগ স্থলবন্দর ব্যবহার করে। এ নিষেধাজ্ঞা বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তবে এই নিষেধাজ্ঞা নেপাল ও ভুটানে রপ্তানিযোগ্য পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, যদিও এসব পণ্য ভারতে পুনরায় রপ্তানি করা যাবে না বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।
এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সাম্প্রতিক সময়ের রাজনৈতিক টানাপোড়েনের কারণে ভারতের এমন কড়াকড়ি অবস্থান। গত বছরের ৫ আগস্ট দেশে গণঅভ্যুত্থানের মুখে পড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনসহ একাধিক অভিযোগও তোলা হয়েছে, যা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জটিল করে তুলছে।