প্রকাশিত: : মে ২৮, ২০২৫, ০৪:২৪ পিএম
ছবি: এআই জেনারেটেড
কুড়িগ্রামের রৌমারী উপজেলার আকাশে আবারও উত্তেজনা ছড়িয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ড্রোন উড়ানোর ঘটনায়। বড়াইবাড়ী সীমান্তে ভারতীয় নাগরিকদের পুশ ইন নিয়ে তৈরি উত্তেজনা এখনও পুরোপুরি না কাটতেই, এবার সাহেবের আলগা বিওপি এলাকায় এক রাতে পাঁচটি ড্রোন উড়েছে বাংলাদেশের আকাশসীমায়।
স্থানীয়রা জানান, মঙ্গলবার (২৭ মে) রাত সাড়ে ৮টার দিকে প্রথম দুইটি ড্রোন দেখা যায়। এরপর রাত পৌনে ১১টার দিকে আরও তিনটি ড্রোন সাহেবের আলগা ও ডিগ্রিরচর এলাকার আকাশে এক কিলোমিটার পর্যন্ত বাংলাদেশের ভেতরে প্রবেশ করে প্রায় পাঁচ মিনিট ধরে উড়তে দেখা যায়। এই দৃশ্য দেখে উদ্বিগ্ন হন এলাকাবাসী।
স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান জানান, ড্রোনগুলোর গমনপথ ছিল ভারতীয় সীমান্তের শিশুমারা বিওপির দিক থেকে। ঘটনার খবর জানার পর তিনি বিজিবিকে ফোন দিলেও তা রিসিভ হয়নি বলে দাবি করেন তিনি। তবে পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে বলেও জানান হাবিবুর।
সাহেবের আলগা বিজিবি ক্যাম্পের একজন সদস্য বিষয়টি নিশ্চিত করে জানান, ড্রোন উড়ার ঘটনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং সীমান্তে সতর্ক অবস্থান বজায় রাখা হয়েছে।
এর আগে একই দিন সকালে রৌমারীর বড়াইবাড়ী সীমান্তে ভারতের মানকারচর থানাধীন কাকড়িপাড়া এলাকার বিএসএফ সদস্যদের একটি ড্রোন উড়াতে দেখা যায়, যা ঘনীভূত করছে সীমান্তের নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগ।
এই ধারাবাহিক ঘটনায় সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। সংশ্লিষ্ট মহলে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।