শনিবার, ১০ মে, ২০২৫

সরকারি চাকরি ফিরে পেতে যাচ্ছেন ডা. জোবাইদা

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : মে ৯, ২০২৫, ০৬:৫৫ পিএম

শিগগিরই আসছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের চূড়ান্ত সিদ্ধান্ত

সরকারি চাকরি ফিরে পেতে যাচ্ছেন ডা. জোবাইদা

ডা. জোবাইদা রহমান সরকারি চাকরি ফিরে পেতে যাচ্ছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান শিগগিরই সরকারি চাকরি ফিরে পেতে যাচ্ছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচ্চপদস্থ এক কর্মকর্তা জানিয়েছেন, সব প্রক্রিয়া শেষে সরকার এ বিষয়ে একটি চূড়ান্ত আদেশ জারি করবে।

২০১৩ সালে দেশে ফিরে নিজ কর্মস্থলে যোগ না দেওয়ার কারণে বাংলাদেশ সার্ভিস রুলস অনুযায়ী তার চাকরি বাতিল হয়। ডা. জোবাইদা ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে এমএসসি ডিগ্রি লাভ করেন। ১৯৯৫ সালে বিসিএস (স্বাস্থ্য) পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে সরকারি চাকরিতে যোগদান করেন তিনি। তবে ২০০৮ সালে শিক্ষা ছুটির জন্য লন্ডনে চলে যান এবং পরবর্তীতে দেশে ফেরার সময় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, জ্যেষ্ঠ সচিবের নির্দেশে তার ফাইল চেক করা হচ্ছে। সেসময় তাকে চাকরি থেকে বাদ দেওয়ার কারণ যাচাই করা হচ্ছে। উক্ত কর্মকর্তা বলেন, "এ বিষয়ে ইতিবাচকভাবে এগোনো হচ্ছে, কারণ অতীতে এমন নজির আছে যেখানে একই পরিস্থিতিতে কর্মচারীকে চাকরিতে বহাল রাখা হয়েছে।"

এছাড়া, তার ছুটির প্রক্রিয়ায় নানা বিতর্ক রয়েছে, বিশেষ করে ছুটি বাতিলের আদেশ যথাসময়ে জারি না হওয়া এবং সে সম্পর্কে তাকে জানানো হয়নি বলে দাবি করা হচ্ছে। রাজনৈতিক অস্থিরতা এবং সরকারের সিদ্ধান্তের কারণে তিনি দেশে ফিরে কর্মস্থলে যোগ দিতে পারেননি, যা তাকে অন্যায়ভাবে চাকরি থেকে বরখাস্ত করার কারণ হিসেবে তুলে ধরা হচ্ছে।

বিসিএস পরীক্ষায় প্রথম হয়ে সরকারি হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করলেও, ২০০৮ সালে তারেক রহমানের চিকিৎসার জন্য তিনি যুক্তরাজ্যে চলে যান। পরবর্তীতে ১৭ বছর পর, ২০২৫ সালের ৬ মে তিনি দেশে ফিরেন। তার ছুটি সংক্রান্ত জটিলতার কারণে দীর্ঘ সময় দেশে ফিরতে পারেননি।

স্বাস্থ্য মন্ত্রণালয় বর্তমানে তার চাকরি পুনর্বহালের প্রক্রিয়ায় কাজ করছে।

Link copied!