সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

কুয়েটে শিক্ষা উপদেষ্টার অনুরোধে সাড়া দেননি শিক্ষার্থীরা, অনশন অব্যাহত, ক্যাম্পাসে আবার বিক্ষোভ

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : এপ্রিল ২৩, ২০২৫, ০৪:৪৮ পিএম

কুয়েটে শিক্ষা উপদেষ্টার অনুরোধে সাড়া দেননি শিক্ষার্থীরা, অনশন অব্যাহত, ক্যাম্পাসে আবার বিক্ষোভ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) অনশনরত শিক্ষার্থীদের অনুরোধ করে অনশন ভাঙাতে ব্যর্থ হয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। শিক্ষার্থীরা জানিয়েছেন, উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত তাঁরা আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাবেন। ফলে আজ বুধবারও কুয়েট ক্যাম্পাসে অনশন অব্যাহত রয়েছে, আর সকাল থেকেই ক্যাম্পাসজুড়ে ফের বিক্ষোভে ফেটে পড়েছেন শিক্ষার্থীরা।

সকাল পৌনে ১০টার দিকে সি আর আবরার কুয়েট ক্যাম্পাসে পৌঁছে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে দীর্ঘ সময় আলোচনা করেন। শিক্ষার্থীদের দাবিদাওয়া শোনার পাশাপাশি তিনি তাঁদের জীবন ঝুঁকির বিষয়টি তুলে ধরে অনশন ভাঙার অনুরোধ জানান। তবে শিক্ষার্থীরা তাঁদের এক দফা দাবিতে অনড় থাকেন।

বেলা সাড়ে ১০টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সি আর আবরার। তিনি বলেন, পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। গরমের মধ্যে অনশন চালিয়ে যাওয়ায় বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক পরিস্থিতি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যারা সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে সুপারিশ দেবে। এরপর সেই সুপারিশের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আবরার আরও বলেন, শিক্ষার্থীরা এখনই কোনো নিশ্চিত ঘোষণা চাচ্ছেন, যাতে তাঁরা অনশন কর্মসূচি থেকে সরে আসতে পারেন। তবে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের আইনি কাঠামোর আওতায় পড়ায়, কমিটির সুপারিশের আগে কিছু বলা যাচ্ছে না। তিনি আশ্বাস দেন, সুপারিশ হাতে পেলেই তা দ্রুত বাস্তবায়নের চেষ্টা করা হবে।

আলোচনার সময় শিক্ষার্থীরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনশন ভাঙার উদাহরণ টেনে আশঙ্কা প্রকাশ করেন, অনশন ভাঙার পর তাঁদের দাবি বাস্তবায়ন না-ও হতে পারে। সি আর আবরার জবাবে বলেন, তিনি ব্যক্তিগতভাবে দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে এসেছেন এবং দায়িত্বশীলভাবেই সিদ্ধান্ত বাস্তবায়নের চেষ্টা করবেন।

অনশনরত এক শিক্ষার্থী জানান, তাঁদের একমাত্র দাবি—উপাচার্যের অপসারণ। তিনি বলেন, “ভিসি স্যার নামবেন, আমরা অনশন ভাঙব। এর বাইরে আমরা আর কিছু ভাবছি না।”

Link copied!