প্রকাশিত: : এপ্রিল ৬, ২০২৫, ০৩:৫১ পিএম
পবিত্র হজ সামনে রেখে নিরাপত্তা নিশ্চিত করা, অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কড়া ব্যবস্থা নিচ্ছে সৌদি আরব। এই লক্ষ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ মোট ১৩টি দেশের নাগরিকদের জন্য সাময়িকভাবে ওমরাহ, ব্যবসা ও পারিবারিক ভিসা স্থগিত করা হয়েছে। জিও নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভিসা নিষেধাজ্ঞা চলতি বছরের জুন মাসের মাঝামাঝি পর্যন্ত কার্যকর থাকতে পারে। তবে আগামী ১৩ এপ্রিল পর্যন্ত ওমরাহ ভিসাধারীরা সৌদি আরবে প্রবেশের অনুমতি পাবেন।
যেসব দেশ এই সাময়িক নিষেধাজ্ঞার আওতায় রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে পাকিস্তান, ভারত, বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া ও ইয়েমেন।
যদি কেউ এই নিষেধাজ্ঞা অমান্য করে সৌদি আরবে প্রবেশ বা অবস্থান করে, তাহলে তার বিরুদ্ধে পাঁচ বছরের সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা জারি হতে পারে।
সৌদি সরকার পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে এবং দেশটির ওমরাহ ভিসাধারীদের ২৯ এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করতে বলা হয়েছে। অন্যান্য দেশগুলোর ক্ষেত্রেও ধাপে ধাপে এই নির্দেশনা পৌঁছে দেওয়া হচ্ছে।