রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

ভারতের ফুটবল দলের স্কোয়াডের মোট বাজারমূল্য ৬০ লাখ ডলার, বাংলাদেশের হামজার একারই ৪৯ লাখ

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : মার্চ ২৪, ২০২৫, ০৭:০৭ পিএম

ভারতের ফুটবল দলের স্কোয়াডের মোট বাজারমূল্য ৬০ লাখ ডলার, বাংলাদেশের হামজার একারই ৪৯ লাখ

ফিফা র‍্যাঙ্কিংয়ে ভারত বাংলাদেশ থেকে অনেক এগিয়ে থাকলেও মোট বাজারমূল্যের হিসাবে বাংলাদেশের দাপট স্পষ্ট। এই ব্যবধানের প্রধান কারণ জাতীয় দলে যোগ দেওয়া ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডের মিডফিল্ডার হামজা চৌধুরী।

সর্বশেষ ফিফা র‍্যাঙ্কিং অনুযায়ী, ভারত রয়েছে ১২৬ নম্বরে, যেখানে বাংলাদেশ ১৮৫তম। অর্থাৎ শক্তির বিচারে ভারত এগিয়ে থাকলেও স্কোয়াডের বাজারমূল্যে বাংলাদেশ বড় ব্যবধানে এগিয়ে গেছে।

আগামী মঙ্গলবার শিলংয়ে এশিয়ান কাপ বাছাইপর্বের অ্যাওয়ে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। তার আগেই ট্রান্সফার মার্কেটের তথ্যে উঠে এসেছে চমকপ্রদ এক পার্থক্য— ভারতের ২৫ সদস্যের স্কোয়াডের মোট বাজারমূল্য ৬০ লাখ ৬৪ হাজার ডলার, যেখানে বাংলাদেশের ২৪ জনের স্কোয়াডের মূল্য ৮৬ লাখ ২০ হাজার ডলার।

এর মধ্যে একাই হামজার মূল্য ৪৯ লাখ ডলার, যা পুরো ভারতীয় দলের প্রায় ৮০%। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বাজারমূল্যের খেলোয়াড় বসুন্ধরা কিংসের ফরোয়ার্ড রাকিব হোসেন ও বাংলাদেশ পুলিশের ডিফেন্ডার ঈসা ফয়সাল, যাদের মূল্য দুই লাখ ৭০ হাজার ডলার করে।

ভারতের স্কোয়াডের সবচেয়ে দামি খেলোয়াড় মোহনবাগান সুপার জায়ান্টের মিডফিল্ডার অপুইয়া (৩ লাখ ৮০ হাজার ডলার)। এরপর রয়েছেন ডিফেন্ডার শুভাশীষ বোস (৩ লাখ ৫৩ হাজার ডলার)।

এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ‍‍`সি‍‍` গ্রুপে বাংলাদেশ ও ভারতের সঙ্গী হংকং ও সিঙ্গাপুর। এই গ্রুপের শীর্ষ দল সরাসরি ২০২৭ সালের সৌদি আরব এশিয়ান কাপে খেলার সুযোগ পাবে।

Link copied!