রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

আইপিএল খেলতে তিন দলের সঙ্গে যোগাযোগ করেছেন সাকিব আল হাসান

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : মার্চ ২২, ২০২৫, ১১:৩০ পিএম

তিন ফ্র্যাঞ্চাইজিকেই সাকিব জানিয়ে দিয়েছেন—আইপিএলে খেলতে তার কোনো বাধা নেই।

আইপিএল খেলতে তিন দলের সঙ্গে যোগাযোগ করেছেন সাকিব আল হাসান

শনিবার শুরু হয়ছে ইন্ডিয়ান ক্রিকেট প্রিমিয়ার লীগ  আইপিএল এর  ১৮তম আসর। সম্প্রতি তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের ওপর থেকে উঠে গেছে বোলিং নিষেধাজ্ঞা। আন্তর্জাতিক ক্রিকেটে আপাতত অনুপস্থিত সাকিবের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগেও অংশগ্রহণ নেই। তবে এই অবস্থায় ভারতীয় গণমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’ দাবি করেছে, আইপিএলের অন্তত তিনটি দলের সঙ্গে নাকি যোগাযোগ হয়েছে সাকিবের।

ঐ খবরে বলা হয়, সাকিবের সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদের আলোচনা হয়েছে। মূলত স্পিন বিভাগে ঘাটতির কারণেই এই দলগুলো সাকিবের মতো অভিজ্ঞ অলরাউন্ডারের প্রতি আগ্রহ দেখিয়েছে।


যদিও এখনও চূড়ান্ত কিছুই হয়নি। টুর্নামেন্ট চলাকালীন কোনো খেলোয়াড় ইনজুরিতে পড়লে বা নাম প্রত্যাহার করলে তবেই বিকল্প হিসেবে সাকিবের সুযোগ মিলতে পারে।

প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে কাউন্টি দল সারের হয়ে খেলতে গিয়ে তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। এরপর ডিসেম্বরে নিষিদ্ধ হন বোলিং থেকে। তবে চলতি মার্চেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আবার বোলিংয়ের ছাড়পত্র পেয়েছেন সাকিব।
সংবাদ মাধ্যমটি জানিয়েছে, তিন ফ্র্যাঞ্চাইজিকেই সাকিব জানিয়ে দিয়েছেন—আইপিএলে খেলতে তার কোনো বাধা নেই।

Link copied!