সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

ডোনাল্ড ট্রাম্পের নামের কাঁকড়া ব্যবসার ভুয়া লাইসেন্স দিল ঢাকা উত্তর সিটি করপোরেশন

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : মার্চ ২০, ২০২৫, ০১:৫৭ পিএম

ডোনাল্ড ট্রাম্পের নামের কাঁকড়া ব্যবসার ভুয়া লাইসেন্স দিল ঢাকা উত্তর সিটি করপোরেশন

ডোনাল্ড ট্রাম্পের নামে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) থেকে একটি ই-ট্রেড লাইসেন্স ইস্যু করা হয়েছে, যেখানে ব্যবসার ধরন উল্লেখ করা হয়েছে কাঁকড়া বিক্রি।

গত ১১ মার্চ বিকেলে ইস্যু হওয়া ওই লাইসেন্সে ব্যবসাপ্রতিষ্ঠানের নাম দেওয়া হয়েছে ট্রাম্প অ্যাসোসিয়েশন এবং মালিকের নাম ডোনাল্ড ট্রাম্প। এমনকি সেখানে তাঁর বাবা ফ্রেড ট্রাম্প ও মা ম্যারি অ্যান ম্যাকলিওড ট্রাম্পের নামও দেওয়া হয়েছে, যা আসল মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মা-বাবার নামের সঙ্গে হুবহু মিলে যায়।

সবচেয়ে অবাক করার বিষয় হলো, ওই লাইসেন্সে মালিক হিসেবে ডোনাল্ড ট্রাম্পের একটি হাস্যোজ্জ্বল ছবিও রয়েছে।

লাইসেন্স অনুযায়ী, ব্যবসার ঠিকানা উল্লেখ করা হয়েছে ঢাকার আফতাবনগরে, তবে মালিকের ব্যক্তিগত ঠিকানা দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর। আবেদনকারী ডিএনসিসির অনুকূলে নির্ধারিত ২,২৬৫ টাকা পরিশোধ করেই লাইসেন্সটি সংগ্রহ করেছেন, যা ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত বৈধ।

তবে সরেজমিন তদন্তে জানা গেছে, যে ঠিকানায় ব্যবসার নাম ব্যবহার করা হয়েছে, সেটি আসলে একটি আবাসিক ভবন। ভবনটির তত্ত্বাবধায়ক নিশ্চিত করেছেন যে সেখানে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান নেই।

ডিএনসিসির রাজস্ব বিভাগ স্বয়ংক্রিয় (অটোমেটেড) পদ্ধতিতে ট্রেড লাইসেন্স ইস্যু করা শুরু করার পর থেকেই এ ধরনের জালিয়াতির সুযোগ তৈরি হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, এখন আবেদনকারীরা প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে ফি জমা দিলেই স্বয়ংক্রিয়ভাবে লাইসেন্স ইস্যু হয়ে যাচ্ছে। এর ফলে যাচাই-বাছাই ছাড়াই অনেক ভুয়া তথ্য দিয়ে লাইসেন্স নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি তাঁদের নজরে এসেছে এবং ইতিমধ্যে নিয়ম পরিবর্তন করে কিছু ব্যবসার ক্ষেত্রে যাচাই-বাছাই বাধ্যতামূলক করা হয়েছে। তবে অটোমেটেড সিস্টেম চালুর ফলে এখনো কিছু দুর্বলতা রয়ে গেছে, যা দ্রুত সমাধান করা হবে।

Link copied!