প্রকাশিত: : মার্চ ১৮, ২০২৫, ০৩:২৫ পিএম
জুলাই গণঅভ্যুত্থানের সময় হামলা সংক্রান্ত তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট।
শহীদ মিনার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৯ শিক্ষককে সাময়িক বরখাস্ত ও ২৮৯ জন ছাত্রলীগ কর্মীকে বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সোমবার গভীর রাতে এই সিদ্ধান্ত নেয়, যা উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয়ের তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ১৪ থেকে ১৭ জুলাই আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও পুলিশের হামলার ঘটনায় সংশ্লিষ্টতা পাওয়ায় এই শাস্তি দেওয়া হয়। বহিষ্কৃত ছাত্রলীগ কর্মীদের তিনটি ক্যাটাগরিতে সাজা নির্ধারণ করা হয়েছে— যাদের ছাত্রত্ব শেষ হয়েছে, তাদের সনদ স্থগিত করা হবে; যারা পরীক্ষা ও ভাইভা দিয়েছে, তাদের ফলাফল আটকে রাখা হবে; আর নিয়মিত শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার করা হবে।
অন্যদিকে, হামলার ঘটনায় অভিযুক্ত তৎকালীন উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম এবং রেজিস্ট্রার আবু হাসান অবসরে যাওয়ায় তাদের পেনশন সুবিধা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া, তদন্তে আরও কয়েকজন শিক্ষকের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়ায় একটি স্ট্রাকচার্ড কমিটি গঠন করা হয়েছে।
সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষকদের মধ্যে রয়েছেন সাবেক উপ-উপাচার্য (শিক্ষা) মোহাম্মদ মোস্তফা ফিরোজ, সাবেক প্রক্টর অধ্যাপক আলমগীর কবির, সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক আ স ম ফিরোজ-উল-হাসান, সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক বশির আহমেদ, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ইস্রাফিল আহমেদ, ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক মেহেদী ইকবাল, ইতিহাস বিভাগের অধ্যাপক হোসনে আরা, বাংলা বিভাগের অধ্যাপক নাজমুল হাসান তালুকদার এবং পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের অধ্যাপক মোহাম্মদ তাজউদ্দীন সিকদার।
বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ১৪-১৭ জুলাই বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের ওপর হামলা হয়। ১৯ সেপ্টেম্বর তদন্ত কমিটি গঠন করা হয়, যা ১৭ জানুয়ারি প্রশাসনের কাছে প্রাথমিক প্রতিবেদন জমা দেয়।
এছাড়া, এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ও ১২৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছিল, যারা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল বলে জানা গেছে।