প্রকাশিত: : মার্চ ১৬, ২০২৫, ০৩:২৩ পিএম
মাত্র কয়েক মাসে ৪৯ শতাংশ বাজারমূল্য হারিয়েছে টেসলা। বিশ্লেষকরা বলছেন, অটোমোটিভ শিল্পের ইতিহাসে এমন ঘটনা ‘নজিরবিহীন’।
টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক
মাত্র তিন মাসের ব্যবধানে প্রায় ৪৯ শতাংশ বাজারমূল্য হারিয়েছে টেসলা। বিশ্লেষকদের মতে, অটোমোটিভ শিল্পের ইতিহাসে এমন নজিরবিহীন পতনের আর কোনো উদাহরণ নেই।
ডিসেম্বর ২০২৪ সালের শেষদিকে টেসলার বাজারমূল্য ছিল ১.৫৪ ট্রিলিয়ন ডলার। কিন্তু মাত্র তিন মাসের ব্যবধানে এটি কমে ৭৭৭ বিলিয়ন ডলারে নেমে এসেছে। অর্থাৎ, কোম্পানিটি এই সময়ের মধ্যে ৭৬৩ বিলিয়ন ডলার হারিয়েছে।
বুধবার (১৩ মার্চ) প্রকাশিত এক বিশ্লেষণমূলক প্রতিবেদনে জেপি মর্গানের বিশ্লেষকরা টেসলার শেয়ারের লক্ষ্যমাত্রা ৪১ শতাংশ কমিয়ে ১৩৫ ডলারে নামিয়ে এনেছেন। একইসঙ্গে, ২০২৫ সালের প্রথম প্রান্তিকে টেসলার গাড়ি সরবরাহের পূর্বাভাস ৩ লাখ ৫৫ হাজার ইউনিট নির্ধারণ করা হয়েছে, যা ২০২৪ সালের প্রথম প্রান্তিকের তুলনায় ৮ শতাংশ কম।
বিশ্লেষকরা বলছেন, টেসলার এই দরপতনের পেছনে মূলত দুটি কারণ রয়েছে। ইলেকট্রিক গাড়ির বাজারে প্রতিযোগিতা বেড়েছে, চাহিদা কমেছে এবং সামগ্রিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে টেসলার বিক্রি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এছাড়াও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের প্রতি তার প্রকাশ্য সমর্থন, কোম্পানিটির ব্র্যান্ড ইমেজে নেতিবাচক প্রভাব ফেলেছে।
বিশ্লেষকদের মতে, মাস্কের ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হয়ে ওঠা শুরুতে টেসলার জন্য ইতিবাচক মনে হলেও এখন এটি উল্টো বিপদে ফেলছে। ট্রাম্প প্রশাসনের সঙ্গে তার সম্পৃক্ততা মার্কিন বাজারে বিভাজন তৈরি করেছে, যার ফলে কোম্পানির বিক্রির ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।
মার্কিন বিভিন্ন শহরে টেসলার শোরুমের সামনে বিক্ষোভ হয়েছে এবং কিছু স্থানে ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এর জেরে ট্রাম্প এ ঘটনার জন্য দোষীদের ‘দেশীয় সন্ত্রাসী’ ঘোষণা করার বিষয়টি বিবেচনার কথা জানিয়েছেন।
জেপি মর্গানের বিশ্লেষকরা বলছেন, মাস্কের রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তিনি টেসলার মূল পরিচালনায় যথেষ্ট মনোযোগ দিতে পারছেন না। একই সময়ে তার টুইটার (বর্তমানে এক্স) কেনা ব্যবসায়িক সিদ্ধান্ত হিসেবেও যথেষ্ট প্রশ্নবিদ্ধ হয়েছে।
বাজারমূল্যের প্রায় অর্ধেক হারানোর পরও টেসলা বিশ্বের সবচেয়ে মূল্যবান গাড়ি কোম্পানি হিসেবে অবস্থান ধরে রেখেছে। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী টয়োটা, যার বাজারমূল্য বর্তমানে ২৯২ বিলিয়ন ডলার।
তবে বাজারে আস্থার সংকট, বিক্রির নিম্নগতি এবং ব্র্যান্ড ইমেজ সংকট কাটিয়ে উঠতে টেসলাকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কোম্পানির পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।