প্রকাশিত: : মার্চ ১৫, ২০২৫, ১২:০৭ এএম
কিছু প্লাস্টিকের পুরোপুরি ক্ষয় হতে ৫০০ বছরেরও বেশি সময় লাগে
প্রতিদিন খাবারের প্যাকেট বা পানীয়ের বোতল হিসেবে আমরা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার করে থাকি। আপাতদৃষ্টিতে এটি স্বাভাবিক মনে হলেও এই প্লাস্টিক প্রকৃতি ও পরিবেশের জন্য বড় সমস্যা সৃষ্টি করে। সম্প্রতি বিজ্ঞানীরা এ ধরনের প্লাস্টিক বর্জ্যের বিকল্প তৈরি করেছেন। খবর বিবিসি`র।
প্রতি বছর এ ধরনের বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য সমুদ্রে গিয়ে পড়ে। এসব বর্জ্যের বেশিরভাগই জীবাণু দ্বারা অবক্ষয়যোগ্য নয়। অর্থাৎ, এগুলো কাগজ বা খাবারের মতো স্বাভাবিকভাবে নষ্ট হয় না। শত শত বছর ধরে পরিবেশেই থেকে যায়।
পানীয়ের বোতলের মতো বড় আকারের প্লাস্টিক ভেঙে গেলে তা আরও ক্ষুদ্র অংশে পরিণত হয়। একে `মাইক্রোপ্লাস্টিক` বলে। অনেকক্ষেত্রে সামুদ্রিক প্রাণীরা এগুলোকে খাবার ভেবে গিলে ফেলতে পারে।
দীর্ঘদিন ধরেই প্রচলিত প্লাস্টিকের পরিবেশবান্ধব বিকল্প খুঁজে আসছেন বিজ্ঞানীরা। এ বিষয়ে জাপানের গবেষকরা জানিয়েছেন, তারা এমন একটি নতুন প্লাস্টিক তৈরি করেছেন, যা সমুদ্রের পানিতে সম্পূর্ণভাবে দ্রবীভূত হয়ে যায়।
যদিও কিছু পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক আগে থেকেই রয়েছে। তবে প্রধান সমস্যা হলো এগুলো সমুদ্রে গেলে সহজে ভাঙে না। এমনকি কিছু প্লাস্টিকের পুরোপুরি ক্ষয় হতে ৫০০ বছরেরও বেশি সময় লাগতে পারে।
এ সমস্যার সমাধানে জাপানের গবেষণা প্রতিষ্ঠান `রিকেন` একটি প্লাস্টিক তৈরি করেছে। এটি শক্ত গঠনের হলেও মাটি ও সমুদ্রের পানির মতো পরিবেশে সম্পূর্ণরূপে ভেঙে যেতে সক্ষম এবং কোনো মাইক্রোপ্লাস্টিকও তৈরি করে না।
পরীক্ষায় দেখা গেছে, নতুন এই প্লাস্টিক লোনা পানিতে কয়েক ঘণ্টার মধ্যেই ক্ষয় হতে শুরু করে।
এছাড়া, মাটিতে এটি মাত্র ১০ দিনের মধ্যে পচে গিয়ে সারজাতীয় রাসায়নিক তৈরি করে, যা মাটির উর্বরতা বাড়াতে সাহায্য করে।
গবেষণা দলের প্রধান তাকুজো আইডা বলেন, `এই নতুন উপাদানের মাধ্যমে আমরা এমন একধরনের প্লাস্টিক তৈরি করেছি, যা শক্ত, স্থিতিশীল, পুনর্ব্যবহারযোগ্য, বহুমুখী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এটি কোনো মাইক্রোপ্লাস্টিক তৈরি করে না।`