রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

৯৪ শতাংশ জার্মান বলছেন, তারা টেসলার গাড়ি কিনবেন না: জরিপ

টিএনসি রিপোর্ট

প্রকাশিত: : মার্চ ১৬, ২০২৫, ০৪:৪৫ পিএম

৯৪ শতাংশ জার্মান বলছেন, তারা টেসলার গাড়ি কিনবেন না: জরিপ

জার্মানির এক লাখেরও বেশি মানুষের ওপর পরিচালিত এক জরিপে দেখা গেছে, ৯৪ শতাংশ মানুষ ভবিষ্যতে টেসলার গাড়ি কিনবেন না। এমনিতেই ইউরোপের গুরুত্বপূর্ণ এই বাজারে টেসলার বিক্রি কমছিল, নতুন জরিপের ফলাফল সেটিকে আরও কঠিন সংকেত হিসেবে তুলে ধরছে।

২০২৪ সালে জার্মানিতে টেসলার বিক্রি আগের বছরের তুলনায় ৪১ শতাংশ কমে যায়, অথচ একই সময়ে বৈদ্যুতিক গাড়ির বাজার ২৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

২০২৫ সালের চিত্র আরও ভয়াবহ। বছরের প্রথম দুই মাসেই টেসলার বিক্রি কমেছে ৭০ শতাংশ। বিশেষজ্ঞরা বলছেন, শুধু প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ডগুলোর উত্থান কিংবা মডেল ওয়াইয়ের পরিবর্তনই এর কারণ নয়, বরং ইলন মাস্কের কর্মকাণ্ডও বড় প্রভাব ফেলছে।

জার্মানির রাজনীতিতে মাস্কের হস্তক্ষেপ, বিশেষ করে কট্টর-ডানপন্থী দল এএফডিকে সমর্থন দেওয়ার কারণে তার জনপ্রিয়তা ধ্বংসের মুখে পড়েছে। ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে তার বিতর্কিত ‘সিগ হাইল’ স্যালুট ও নাৎসিবাদঘেঁষা পোস্টের কারণে জার্মানদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

ইউরোপে তার রাজনৈতিক হস্তক্ষেপের বিরুদ্ধে তদন্ত চলছে, আর জার্মানিতে তার ভাবমূর্তি প্রায় ধসে পড়েছে। জরিপ পরিচালনাকারী সংবাদমাধ্যম টি-অনলাইন জানিয়েছে, অংশগ্রহণকারীদের মাত্র ৩ শতাংশ টেসলার গাড়ি কেনার কথা বিবেচনা করছেন।

এএফডি বরাবরই টেসলার বিরুদ্ধে, এমনকি তারা কোম্পানির বিরুদ্ধে বিজ্ঞাপনও চালিয়েছে। ফলে মাস্কের সমর্থন পাওয়া এই দলের ভোটাররাও যে টেসলার ক্রেতা হবে, তা নিশ্চিত নয়।

টেসলার কিছু শেয়ারহোল্ডার এখনও আশাবাদী যে নতুন মডেল ওয়াই বাজারে এলে পরিস্থিতির উন্নতি হতে পারে, তবে এই জরিপের ফলাফল সে সম্ভাবনা কমিয়ে দিয়েছে। শুধু মডেল ওয়াই নয়, জার্মানিতে টেসলার মডেল ৩-এর বিক্রিও ভয়াবহভাবে কমছে, যা ইঙ্গিত দিচ্ছে যে সমস্যাটা নির্দিষ্ট কোনো মডেলের নয়, বরং ব্র্যান্ডের সামগ্রিক গ্রহণযোগ্যতার সংকটে পড়েছে।

Link copied!