প্রকাশিত: : অক্টোবর ১৬, ২০২৫, ০৭:৩১ পিএম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সিদ্ধান্তে নারী ক্রিকেটাররাও এখন থেকে পুরুষ ক্রিকেটারদের সমান দৈনিক ভাতা ও ট্যুর ফি পাবেন। নিগার সুলতানা জ্যোতির বৈষম্যের অভিযোগের পর এই উদ্যোগে নারী ক্রিকেটে আর্থিক সমতার নতুন যুগ শুরু হলো।
বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি অভিযোগ করেছিলেন, বেতন, ম্যাচ ফিসহ আর্থিক সুযোগ-সুবিধায় অনেক ক্ষেত্রেই তারা বৈষম্যের শিকার। মেয়েদের ক্রিকেটে ছেলেদের সমান সুযোগ-সুবিধা দেওয়া হয় না—জ্যোতির এই দাবি উড়িয়ে দেওয়ার মতো নয়। তবে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নারী ক্রিকেটাররা এখন পুরুষ ক্রিকেটারদের সমান সুবিধা পাবেন।
দৈনিক ভাতা ও ট্যুর ফি ছেলে-মেয়ে সমান হবে বলে জানিয়েছেন বিসিবি নারী বিভাগের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।
এই নতুন সিদ্ধান্ত কার্যকর হলে নারী ক্রিকেটাররা পুরুষ ক্রিকেটারদের সমান আর্থিক সুবিধা পাবেন। বর্তমানে মেহেদী হাসান মিরাজরা বিদেশে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে গেলে দৈনিক ভাতা ও ট্যুর ফি মিলিয়ে (৭৫ + ৪০ ডলার) মোট ১১৫ ডলার পান।
সেখানে নিগার সুলতানা জ্যোতিদের এখন পর্যন্ত সাকল্যে দেওয়া হচ্ছিল ৭৫ ডলার। বিসিবির নারী বিভাগ জানিয়েছে, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাবেক সহসভাপতি নাজমুল আবেদীন ফাহিম গত বোর্ড সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন।