শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

আসন্ন ফুটবল বিশ্বকাপের ১০ লাখ টিকিট বিক্রি শেষ

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : অক্টোবর ১৭, ২০২৫, ০৮:৩০ পিএম

আসন্ন ফুটবল বিশ্বকাপের ১০ লাখ টিকিট বিক্রি শেষ

ইলাস্ট্রেশন: টিএনসি

বিক্রি শেষ ফিফা বিশ্বকাপ ২০২৬-এর প্রায় ১০ লক্ষ টিকিট। ভিসা প্রিসেল ড্র পর্ব শেষে এই তথ্য নিশ্চিত করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

সেপ্টেম্বর মাসের মাঝামাঝিতে শুরু হয় এই  টিকিট বিক্রি। এখন পর্যন্ত টিকেট কেনায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্রের নাগরিকরা। এরপর কানাডা ও মেক্সিকো। শীর্ষ দশে থাকা অন্যান্য দেশ গুলো হলো ইংল্যান্ড, জার্মানি, ব্রাজিল, স্পেন, কলম্বিয়া, আর্জেন্টিনা ও ফ্রান্স।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘‘বিশ্বকাপ ২০২৬-এর পথে এটি একটি দারুণ পদক্ষেপ। এক মিলিয়নের বেশি টিকিট বিক্রি প্রমাণ করে যে, উত্তর আমেরিকায় আয়োজিত এই ঐতিহাসিক আসরকে ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ কতটা।’’

আগামী ২৭ অক্টোবর থেকে শুরু হবে আর্লি টিকিট ড্র পর্ব। এই পর্যায়ে ১০৪টি ম্যাচের একক টিকিট ছাড়াও ভেন্যু ও দলভিত্তিক টিকিট কেনার সুযোগ থাকবে।

এছাড়া, ফিফার অফিসিয়াল রিসেল প্ল্যাটফর্ম ইতোমধ্যে চালু করা হয়েছে, যাতে ভক্তরা নিরাপদে টিকিট পুনরায় বিক্রি বা কিনতে পারেন। এদিকে মেক্সিকোবাসীরা আলাদাভাবে ফিফা টিকিট এক্সচেঞ্জ প্ল্যাটফর্মে প্রবেশাধিকার পাবেন।

ভক্তরা চাইলে ফিফার ওয়েবসাইট থেকে টিকিটসহ আত্যিথ প্যাকেজও কিনতে পারবেন।

এদিকে ফিফা সবাইকে সতর্ক করে দিয়েছে যেন টিকিট শুধুমাত্র অফিসিয়াল সাইট থেকেই কেনার কথা কারণ অননুমোদিত উৎস থেকে কেনা টিকিট অবৈধ হতে পারে।

Link copied!