প্রকাশিত: : জুন ২১, ২০২৫, ০২:১২ পিএম
সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়ান কাপ আরচ্যারিতে দুর্দান্ত সাফল্য পেয়েছেন বাংলাদেশের আব্দুর রহমান আলিফ। রিকার্ভ পুরুষ একক ইভেন্টের ফাইনালে জাপানের মিয়াতা গাকুতোকে ৬-৪ সেট পয়েন্টে পরাজিত করে স্বর্ণপদক জিতেছেন এই প্রতিভাবান আরচ্যার।
শুক্রবার (২০ জুন) অনুষ্ঠিত ফাইনালে প্রথম থেকেই আত্মবিশ্বাসী দেখা যায় আলিফকে। প্রথম সেটে ২৮ পয়েন্ট করে ২-০ সেটে এগিয়ে যান তিনি। দ্বিতীয় সেটেও আলিফের স্কোর ছিল ২৯, যেখানে প্রতিপক্ষ মিয়াতা করেন ২৮ পয়েন্ট। ফলে স্কোরলাইন দাঁড়ায় ৪-০।
তবে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেন জাপানি আরচ্যার। তৃতীয় ও চতুর্থ সেটে ২৮ ও ২৭ স্কোর করে তিনি জিতে নেন দু’টি সেট। আলিফ ওই সেট দু’টিতে করেন যথাক্রমে ২৭ ও ২৬ পয়েন্ট। এতে করে ম্যাচ চলে যায় ৪-৪ সমতায়।
ফল নির্ধারণ হয় পঞ্চম ও শেষ সেটে। সেখানে আলিফ দেখান চূড়ান্ত ধৈর্য ও দক্ষতা। তিনি করেন ২৯ পয়েন্ট, যেখানে মিয়াতার স্কোর ছিল মাত্র ২৬। এর মাধ্যমে ৬-৪ সেট পয়েন্টে জয় নিশ্চিত করে সোনার পদক ঘরে তোলেন আলিফ।
এই অর্জনের মাধ্যমে এশিয়ান কাপে আরচ্যারিতে বাংলাদেশ আবারও প্রমাণ করল তাদের উত্থানশীলতা। আলিফের এ সাফল্য দেশের ক্রীড়াঙ্গনে এনে দিয়েছে নতুন উৎসাহ ও গর্ব।