বুধবার, ০২ জুলাই, ২০২৫

ক্লাব বিশ্বকাপকে ‘অপ্রয়োজনীয়’ মনে করেন লা লিগা সভাপতি

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : জুন ১৮, ২০২৫, ০৬:৫৮ পিএম

ক্লাব বিশ্বকাপকে ‘অপ্রয়োজনীয়’ মনে করেন লা লিগা সভাপতি

নতুন কাঠামোয় আয়োজিত ক্লাব বিশ্বকাপকে অপ্রয়োজনীয় ও অযৌক্তিক বলে মনে করছেন লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস। তার মতে, ফুটবল ক্যালেন্ডারে এই প্রতিযোগিতার জন্য কোনো জায়গা নেই এবং এটিকে পুরোপুরি বাতিল করা উচিত।

সম্প্রতি মাদ্রিদে একটি অনুষ্ঠানে এই টুর্নামেন্ট নিয়ে নিজের মতামত পুনরায় স্পষ্ট করেন ৬২ বছর বয়সী এই স্প্যানিশ ফুটবল প্রশাসক। তিনি বলেন, "আমার লক্ষ্য ক্লাব বিশ্বকাপকে সরিয়ে ফেলা। এটি ঘরোয়া লিগের পরিবেশকে বিঘ্নিত করে, বিশেষ করে ইউরোপে।"

তেবাস মনে করেন, আগে যে সংক্ষিপ্ত এক সপ্তাহব্যাপী ফরম্যাটে ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হতো, সেটাই যথেষ্ট ছিল। "আমাদের যে পরিবেশ আছে, সেটি ধরে রাখা জরুরি। এই নতুন আয়োজন বাদ দেওয়া প্রয়োজন," মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, চলতি বছরই প্রথমবারের মতো ৩২ দল নিয়ে মাসব্যাপী ক্লাব বিশ্বকাপের আয়োজন করেছে ফিফা। যুক্তরাষ্ট্রে শুরু হওয়া এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৩ জুলাই। তবে দর্শকসংখ্যা আশানুরূপ না হওয়ায় টুর্নামেন্ট নিয়ে বাড়ছে সমালোচনা।

আটলান্টার ৭১ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামে চেলসি ও লস অ্যাঞ্জেলেস এফসির মধ্যকার ম্যাচে গ্যালারিতে উপস্থিত ছিলেন মাত্র ২২ হাজার ১৩৭ জন। ম্যাচ শেষে চেলসি কোচ এন্টসো মারেস্কা বলেন, "পরিবেশটা অদ্ভুত ছিল, স্টেডিয়াম পূর্ণ ছিল না।"

তেবাসও এই ম্যাচ নিয়ে হতাশা প্রকাশ করেন। চেলসির ২-০ গোলের জয়ের ম্যাচের ২৫ মিনিট দেখে তার মনে হয়েছে, এটি যেন কোনো প্রীতি ম্যাচ—ছিল না কোনো তীব্রতা বা প্রতিদ্বন্দ্বিতা।

যদিও এই আসরে স্পেন থেকে অংশ নিয়েছে রেয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ, তবু তেবাস চান না ভবিষ্যতে এ ধরনের বড় পরিসরের ক্লাব বিশ্বকাপ আয়োজন হোক।

Link copied!