শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫

ট্রাম্পকে জার্সিসহ শান্তির বার্তা দিলেন রোনালদো

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : জুন ১৭, ২০২৫, ০৮:৩৬ পিএম

ট্রাম্পকে জার্সিসহ শান্তির বার্তা দিলেন রোনালদো

ইসরায়েল-ইরান উত্তেজনার মধ্যে শান্তির বার্তা দিলেন পর্তুগিজ ফুটবল সুপারস্টার ক্রিস্তিয়ানো রোনালদো। যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতিতে বিশ্বব্যাপী যখন উদ্বেগ বিরাজ করছে, তখন শান্তির আহ্বানে দৃষ্টান্ত স্থাপন করলেন এই পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

সম্প্রতি কানাডার কানানাস্কিসে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে নিজের স্বাক্ষর করা একটি পর্তুগাল জাতীয় দলের জার্সি তুলে দেন রোনালদো। জার্সিটিতে লেখা ছিল, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পের প্রতি-শান্তির জন্য প্রার্থনা।’

জার্সিটি ট্রাম্পকে উপহার দেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ও পর্তুগালের প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা। উপহার দেওয়ার সময় তিনি জানান, এটি কেবল একটি জার্সি নয়, বরং একটি বিশেষ বার্তার বাহক।

ট্রাম্প পরে জার্সিটি ক্যামেরার সামনে ধরে দেখান এবং রোনালদোর প্রতি সম্মান জানিয়ে বলেন, “তিনিই সর্বকালের সেরা।”

এমন এক সময়ে যখন ইরানে ইসরায়েলি হামলা চলছে এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধের শঙ্কা বাড়ছে, তখন শান্তির বার্তা দেওয়া রোনালদোর এই পদক্ষেপ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসিত হচ্ছে। অনেকেই এটিকে একজন ক্রীড়া ব্যক্তিত্বের সাহসী ও মানবিক অবস্থান হিসেবে দেখছেন।

জাতীয় দলের হয়ে ইউরোপিয়ান ন্যাশন্স লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা রোনালদো মাঠের বাইরেও যে একটি ইতিবাচক বার্তা দিতে পারেন, এ উদাহরণ তার প্রমাণ।

Link copied!