প্রকাশিত: : জুন ১৬, ২০২৫, ০৩:২৬ পিএম
জাতীয় দলের জার্সিতে অভিষেকের পর এবার কানাডিয়ান লিগেও বাংলাদেশের পতাকা নিয়ে মাঠে নামলেন শমিত সোম। সদ্য এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে দেশের হয়ে খেলেছেন এই কানাডা প্রবাসী ফুটবলার। জাতীয় দলের দায়িত্ব শেষে কানাডায় ফিরেই গতকাল রাতে ক্লাব ক্যাভালরি এফসির হয়ে মাঠে নামেন তিনি।
ক্লাবটি তাদের সামাজিক মাধ্যমে ১১ জন খেলোয়াড়ের একটি দলগত ছবি পোস্ট করে, যেখানে শমিত সোমকে দেখা যায় বাংলাদেশের পতাকা আঁকা জার্সিতে। ছবির ক্যাপশনে যুক্ত করা হয়েছে ১০টি দেশের পতাকার ইমোজি—যার মধ্যে বাংলাদেশের সঙ্গে রয়েছে যুক্তরাজ্য (দ্বিবার), সোমালিয়া, জার্মানি, জ্যামাইকা, পোল্যান্ড, ইতালি, কলম্বিয়া, নিউজিল্যান্ড ও বেলজিয়ামের পতাকা।
পোস্টটিতে বাংলাদেশি ভক্তদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। কেউ কেউ লিখেছেন, "আমাদের বাঘ শমিত শোম।" শমিতকে নিয়ে গর্ব প্রকাশ করে শতাধিক মন্তব্য করেন তার সমর্থকেরা।
এদিকে গতরাতে কানাডিয়ান প্রিমিয়ার লিগে ওয়ান্ডারার্স এফসির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে শমিতের দল ক্যাভালরি এফসি। দলের হয়ে ক্যানিগিয়া এলভা এবং প্রতিপক্ষের হয়ে তিয়াগো কোয়েম্বরা গোল করেন।
এই ম্যাচে শমিত সোম ছিলেন শুরুর একাদশে এবং খেলেছেন ৬৮ মিনিট। মধ্যমাঠে ছিলেন প্রাণবন্ত; বল কন্ট্রোল, পাস ও মুভমেন্টে প্রমাণ দিয়েছেন নিজের সামর্থ্যর।
এই ড্রয়ের ফলে ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ক্যাভালরি এফসি। ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আতলেতিকো।