বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

ইংলিশ প্রিমিয়ার লিগের চেয়েও আইপিএল বড়, মন্তব্য ভারতীয় ক্রিকেটার আইয়ারের

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : মে ২৫, ২০২৫, ০৫:৪৭ পিএম

ইংলিশ প্রিমিয়ার লিগের চেয়েও আইপিএল বড়, মন্তব্য ভারতীয় ক্রিকেটার আইয়ারের

ভারতের ক্রিকেটার শ্রেয়াস আইয়ারের একটি মন্তব্য সম্প্রতি আলোচনার কেন্দ্রে উঠে এসেছে, যেখানে তিনি বলেন, “আইপিএল এখন ইংলিশ প্রিমিয়ার লিগের চেয়েও বড়।” শনিবার জয়পুরে দিল্লি ক্যাপিটালসের কাছে ৬ উইকেটে হারের পর এই মন্তব্য করেন পাঞ্জাব কিংস অধিনায়ক। তার দল ২০৬ রানের বড় পুঁজি নিয়েও জয় নিশ্চিত করতে পারেনি, যা তার জন্য হতাশাজনক ছিল।

ম্যাচ শেষে আইয়ার বলেন, “এটা ছিল দারুণ একটি স্কোর। পিচে কিছুটা অদ্ভুত বাউন্স ছিল, কিন্তু তারপরও এটা গড় স্কোরের চেয়ে বেশি। আমরা আমাদের লেংথে যথেষ্ট শৃঙ্খলাবান্ধব ছিলাম না, বাউন্সার ব্যবহার করিনি, হিটার লেংথে বল করিনি। এখানে সব সময়ই চমক থাকে। এটা ইংলিশ প্রিমিয়ার লিগের চেয়েও বড় ব্যাপার। আপনাকে সব সময় ইতিবাচক ও শান্ত থাকতে হয়।”

তার এই মন্তব্য মূলত আইপিএলের উত্তেজনা ও অনিশ্চয়তাকেই তুলে ধরে, যেখানে ২০০ প্লাস রান করেও দল হেরে যেতে পারে। এই হারের ফলে শীর্ষ দুইয়ে থেকে লিগ পর্ব শেষ করার পথ কঠিন হয়ে পড়েছে পাঞ্জাবের জন্য।

তবে পাঞ্জাবের হাতে এখনও একটি ম্যাচ বাকি রয়েছে, যেখানে তারা মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্সের। জয় পেতে হলে শুধু নিজেদের ম্যাচ জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে বেঙ্গালুরুর হারের দিকেও।

অন্যদিকে, এই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। তিনি ৪ ওভারে ৩৩ রান দিয়ে শিকার করেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। ছিলেন দিল্লির সবচেয়ে সফল বোলার এবং ম্যাচের ইনফ্যাক্ট বোলার হিসেবে নির্বাচিত হন।

Link copied!