রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ ক্রীড়াবিদ হলেন লিওনেল মেসি

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : ডিসেম্বর ২৭, ২০২৫, ০৬:১৫ পিএম

লিওনেল মেসি, শতাব্দীর সেরা অ্যাথলেট, লে জার্নাল ডি কুইবেক, বিশ্ব ক্রীড়াঙ্গন, ক্রিস্টিয়ানো রোনালদো

একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ ক্রীড়াবিদ হলেন লিওনেল মেসি

বিশ্বের সব ধরনের খেলার সেরা ২৫ জন অ্যাথলেটের একটি তালিকা প্রকাশ করেছে কানাডার মর্যাদাপূর্ণ সংবাদমাধ্যম ‘লে জার্নাল ডি কুইবেক’। আর সব কিংবদন্তিকে ছাড়িয়ে তালিকার শীর্ষে, সব খেলার রাজা নির্বাচিত হয়েছেন আটবারের ব্যালন ডি‍‍`অর জয়ী আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। 

প্রতিটি খেলারই নিজস্ব নক্ষত্র থাকে, থাকে কিংবদন্তি। কেউ মাঠ মাতাচ্ছেন, কেউবা তুলে রেখেছেন বুট কিংবা র‍্যাকেট। ফুটবল মাঠে লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদো কিংবা বাস্কেটবল কোর্টে কোবি ব্রায়ান্ট-লেব্রন জেমসের উত্তরাধিকার নিয়ে কোনো বিতর্ক নেই। কিন্তু প্রশ্ন যখন ওঠে—সব খেলা মিলিয়ে এই শতাব্দীর সেরা কে, তখনই শুরু হয় ভক্তদের তুমুল লড়াই।

শতাব্দীর প্রথম ২৫ বছর পূর্ণ হওয়ার মুখে সেই বিতর্কের একটি মানদণ্ড দাঁড় করিয়েছে কানাডার মর্যাদাপূর্ণ সংবাদমাধ্যম ‘লে জার্নাল ডি কুইবেক’। বিশ্বের সব ধরনের খেলার সেরা ২৫ জন অ্যাথলেটের একটি তালিকা প্রকাশ করেছে তারা। আর সব কিংবদন্তিকে ছাড়িয়ে তালিকার শীর্ষে, সব খেলার রাজা নির্বাচিত হয়েছেন আটবারের ব্যালন ডি‍‍`অর জয়ী আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি।

আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক মেসির শ্রেষ্ঠত্বের মুকুটে সবচেয়ে উজ্জ্বল পালকটি যুক্ত হয়েছে ২০২২ সালে কাতারের লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপ জয়ের মাধ্যমে। তবে তার সাফল্যের জয়রথ সেখানেই থেমে থাকেনি। গত ৬ ডিসেম্বর, ইন্টার মায়ামিকে তাদের ইতিহাসের প্রথম মেজর লিগ সকার শিরোপা জিতিয়ে তিনি প্রমাণ করেছেন—বয়স কেবলই একটি সংখ্যা। গোল্ডেন বুট এবং টানা দ্বিতীয়বারের মতো এমভিপি অ্যাওয়ার্ড জিতে মায়ামির সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি বাড়িয়েছেন এই মহাতারকা। বার্সেলোনা থেকে প্যারিস হয়ে মায়ামি—তার ট্রফি ক্যাবিনেটে এখন শোভা পাচ্ছে রেকর্ড ৪৭টি শিরোপা।

মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর অবস্থান নিয়ে ভক্তদের মনে কৌতূহল থাকাটাই স্বাভাবিক। এই তালিকায় পর্তুগিজ সুপারস্টারও জায়গা পেয়েছেন সেরা দশে, আর সেটা দশম স্থানে। তার সামনে রয়েছেন নোভাক জোকোভিচ, সিমোন বাইলস এবং প্রয়াত কোবি ব্রায়ান্টের মতো তারকারা।

তালিকায় মেসির ঠিক পরেই দ্বিতীয় স্থানে আছেন এনএফএল কিংবদন্তি টম ব্র্যাডি, যার ঝুলিতে রয়েছে সাতটি সুপার বোল শিরোপা। তৃতীয় স্থানে জায়গা পেয়েছেন অলিম্পিক ইতিহাসের সর্বোচ্চ পদকজয়ী সাঁতারু মাইকেল ফেলপস।

এক নজরে একবিংশ শতাব্দীর সেরা ২৫ ক্রীড়াবিদ

১. লিওনেল মেসি (ফুটবল – আর্জেন্টিনা)

২. টম ব্র্যাডি (আমেরিকান ফুটবল/এনএফএল – যুক্তরাষ্ট্র)

৩. মাইকেল ফেলপস (সাঁতার – যুক্তরাষ্ট্র)

৪. সেরেনা উইলিয়ামস (টেনিস – যুক্তরাষ্ট্র)

৫. উসাইন বোল্ট (অ্যাথলেটিক্স – জ্যামাইকা)

৬. লেব্রন জেমস (বাস্কেটবল – যুক্তরাষ্ট্র)

৭. নোভাক জোকোভিচ (টেনিস – সার্বিয়া)

৮. সিমোন বাইলস (জিমন্যাস্টিকস – যুক্তরাষ্ট্র)

৯. কোবি ব্রায়ান্ট (বাস্কেটবল – যুক্তরাষ্ট্র)

১০. ক্রিস্টিয়ানো রোনালদো (ফুটবল – পর্তুগাল)

১১. টাইগার উডস (গলফ – যুক্তরাষ্ট্র)

১২. রজার ফেদেরার (টেনিস – সুইজারল্যান্ড)

১৩. রাফায়েল নাদাল (টেনিস – স্পেন)

১৪. স্টিফেন কারি (বাস্কেটবল – যুক্তরাষ্ট্র)

১৫. লুইস হ্যামিলটন (ফর্মুলা ওয়ান – যুক্তরাজ্য)

১৬. কেটি লেডেকি (সাঁতার – যুক্তরাষ্ট্র)

১৭. ফ্লয়েড মেওয়েদার জুনিয়র (বক্সিং – যুক্তরাষ্ট্র)

১৮. সিডনি ক্রসবি (হকি – কানাডা)

১৯. মিকায়েল কিংসবুরি (ফ্রিস্টাইল স্কিইং – কানাডা)

২০. মাইকেল শুমাখার (ফর্মুলা ওয়ান – জার্মানি)

২১. শোহেই ওতানি (বেসবল – জাপান)

২২. মিকায়েলা শিফরিন (স্কিইং – যুক্তরাষ্ট্র)

২৩. প্যাট্রিক মাহোমস (এনএফএল – যুক্তরাষ্ট্র)

২৪. আলেক্সান্ডার ওভেচকিন (হকি – রাশিয়া)

২৫. মার্তা ভিয়েরা দা সিলভা (ফুটবল – ব্রাজিল)

 

Link copied!